Trending

বর্তমান বিশ্বে মানুষের ফ্রি টাইমের একটা বড় অংশ কেটে যায় সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে। সেখানে আসে অনেক রকমের পোস্ট। যার মধ্যে অন্যতম হল বিভিন্ন মজাদার ভিডিও বা মিম এবং সেগুলি পছন্দ হলে মানুষ ‘হাহা’ রিঅ্যাকশন দিয়ে থাকেন। কিন্তু এই ‘হাহা’ রিঅ্যাকশনই নাকি চূড়ান্ত ভাবে ইসলাম বিরোধী! এমনই দাবি করেছেন বাংলাদেশের মৌলবি আহমেদুল্লাহ। যার বক্তব্য রীতিমত হতবাক করে দিয়েছে বহু নেটিজেনদের।
উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম রিঅ্যাকশন দেবার সুযোগ তৈরি হয়েছে। যার মধ্যে রয়েছে- লাভ, কেয়ার, স্যাড, অ্যাঙ্গরি ইত্যাদি। অর্থাৎ একটি পোস্ট আর শুধু লাইক এবং ডিসলাইকের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারই মধ্যে একটি হল এই ‘হা হা’ রিঅ্যাকশন। যা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের এই মৌলবি।
তিনি জানিয়েছেন, কেউ যদি মজা পেয়ে হা হা রিঅ্যাকশন দেন তবে ভুলের কিছু নেই। কিন্তু কেউ যদি মজা করার জন্য বা বিদ্রূপ করার উদ্দেশ্য নিয়ে হা হা রিঅ্যাকশন দেন, তবে তা প্রবলভাবে ইসলাম বিরোধী। আর তেমন কাজে ইসলাম কখনই মদত দেয়না।
সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে হা হা রিঅ্যাকশন নিয়ে। ফেসবুক এবং ইউটিউবে বাংলাদেশের এই মৌলবির জনপ্রিয়তা কম কিছু নেই। রয়েছে প্রচুর ফ্যান ফলোয়ার্স। যদিও তাঁর বক্তব্য এই ভিডিওতেও শোনার পর নেটিজেনরাই অনেকে দিয়েছেন হা হা রিঅ্যাকশন।
ব্যুরো রিপোর্ট