Jobs

রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের অন্তর্গত ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’, ‘টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস’, ও ‘গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’ পদে চাকরির এবার দুর্দান্ত সুযোগ। ৩৯৬ পদে চলছে নিয়োগ।
ইন্সট্রুমেনট মেকানিক, ইলেক্ট্রিশিয়ান ও মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান সহ ট্রেডের জন্য নেওয়া হবে মেকানিক্যাল, ইন্সট্রুমেনটেশন, অ্যাকাউন্টস এক্সিকিউটিভের মতো বিভিন্ন পদে। প্রার্থী বাছাই হবে শিক্ষ্যাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। কারা আবেদন করতে পারবেন? কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে? বেতন কত? রইলো বিস্তারিত। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৪ আগস্ট।
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রার্থীকে ন্যুনতম ক্লাস এইট পাশ করতে হবে। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি নিয়ে বি.এসসি. ; বি.বি.এ. বা বি.কম. নিয়ে গ্র্যাজুয়েট তথা যেকোনো বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশরা প্রার্থীরা আবেদন করতে পারে।
বয়সঃ
বয়স ২৫ বছরের মধ্যে হওয়া অবশ্যক।
বেতন ঃ ৫০০০-৯০০০ টাকা ।
বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েব সাইট www.apprenticeshipindia.org.in | www.mhrdnats.gov.in | www.rcfltd.com
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ