Market
ডিজিটাল মুদ্রা চালু করার ব্যপারে বেশ কিছুদিন ধরেই তোড়জোড় শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ক্রিপ্টোকারেন্সির বাড়বাড়ন্ত আটকানোর জন্যই ডিজিটাল মুদ্রা চালু করতে তৎপর হয় কেন্দ্র। এবার সেই অপেক্ষার পালা প্রায় শেষ হতে চলেছে। দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই জানিয়েছে, খুব তাড়াতাড়ি পরীক্ষামূলকভাবে ডিজিটাল মুদ্রা চালু করা হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে এই ডিজিটাল মুদ্রা পাইলট প্রকল্প হিসেবেই কাজ করবে। সব ঠিকঠাক থাকলে তারপরেই সবুজ সংকেত পাওয়া যাবে দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফ থেকে।
ক্রিপ্টোকারেন্সি যখন ভারতে ভালোরকম বাজার ধরার লক্ষ্যে এগিয়ে আসছিল, তখন শুরুতেই ক্রিপ্টোকে আটকানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক শক্ত হয়। একইসঙ্গে ডিজিটাল মুদ্রার জনপ্রিয়তা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের চোখে ভালোরকম নজরে পড়ে। আর যে কারণেই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নিয়ে আসার জন্য আরবিআইকে দেওয়া হয় নির্দেশ। তবে দেশে ডিজিটাল মুদ্রা চালু করার জন্য সতর্কতার দিকটাও ভালো করে নজরে রাখছে শীর্ষ ব্যাঙ্ক। ভবিষ্যতে যাতে মানুষদের এই মুদ্রা ব্যবহারের কারণে কোনরকম প্রতারণার মধ্যে পড়তে না-হয়, তার জন্য ভালোরকম আটঘাঁট বাঁধছে আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে এই ডিজিটাল কারেন্সি কাগজের নোটের যথার্থ পরিপূরক হয়ে উঠতে পারে।
আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাশ অতীতেও ডিজিটাল কারেন্সি হিসেবে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন ক্রিপ্টোকারেন্সি সন্ত্রাসবাদী কার্যকলাপ, বেআইনি পথে লেনদেন করার মতন একাধিক কারণ তৈরি হতে পারে, যা দেশের অর্থনীতির কপালে ফেলতে পারে চিন্তার ভাঁজ। আর যে কারণেই, দেশে ডিজিটাল মুদ্রা নিয়ে আসার ব্যপারে কিছুটা তড়িঘড়ি শুরু করে কেন্দ্র। আর দেশের শীর্ষ ব্যাঙ্কের হাতে যদি এই ডিজিটাল মুদ্রার রাশ থাকে সেক্ষেত্রে দেশের অর্থনীতির কপালে চিন্তার ভাঁজ পড়বে না বলে মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ