Market
ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রশ্নচিহ্ন আগেই তৈরি হয়েছিল বিশেষজ্ঞমহলে। সংশয় প্রকাশ করেছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক। এবার আরও এক ধাপ এগিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার সতর্কবার্তা। দেশের বাজারে ক্রিপ্টোকারেন্সির রমরমা যদি বাড়ে, সেক্ষেত্রে মানুষের ডলারের প্রতি নির্ভরতা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। ফলে ধাক্কা লাগতে পারে দেশের আর্থিক নিয়ন্ত্রণের উপরে।
সূত্র মারফত জানা গিয়েছে, দেশের অর্থনীতিতে স্থিরতা আনার ক্ষেত্রে বড় রকমের সমস্যা তৈরি করতে পারে ক্রিপ্টোকারেন্সি। এমনকি সমস্যা তৈরি হতে পারে ঋণ সংক্রান্ত নীতি স্থির করার ক্ষেত্রে। এর আগেও বেশ কয়েকবার ক্রিপ্টোকারেন্সি নিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কালো টাকার লেনদেন, অবৈধ কার্যকলাপ, সন্ত্রাসবাদী উৎপাত ক্রমশই দেশের সার্বিক নিরাপত্তাকে ঠুনকো করে দিতে পারে। যে কারণে ক্রিপ্টোকারেন্সির উপরে নিয়ন্ত্রণ আনা প্রয়োজন বলে জানিয়েছিলেন দেশের অর্থনীতিবিদরা। আর যে কারণে গত বাজেটে ক্রিপ্টোকারেন্সির উপরে কর বসানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তবে ক্রিপ্টোকারেন্সির রমরমা দেশের বাজারে বৃদ্ধি পেলে ডলারের প্রতি নির্ভরতা বৃদ্ধির যুক্তি রয়েছে। ক্রিপ্টোকারেন্সির গোটা লেনদেন হয়ে থাকে ডলারে। ফলে টাকার চেয়ে মানুষের মধ্যে ডলারের গুরুত্ব ক্রমশই বাড়তে শুরু করবে। মনে করা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সির উপর যদি মানুষের আস্থা তৈরি হয় তাহলে ক্ষতির মুখ দেখার সম্ভাবনাও থাকবে। কারণ ক্রিপ্টোকারেন্সিতে যে বড়সড় ধস কয়েকদিন আগেই নেমেছে, এবং তার জেরে বড়সড় লোকসানের মুখে পড়তে হয়েছে লগ্নিকারিদের সে কথা কারুরই অজানা নয়। ক্রিপ্টোকারেন্সির বাজার সুস্থির হলেও ভবিষ্যতে আবারও ক্ষতির ধাক্কা দেখতে হতে পারে এই ক্রিপ্টোকারেন্সিকে। যার দরুন বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ