Daily

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার কথা ভাবছেন নাকি? সাবধান! ভারতে ক্রিপ্টোকারেন্সির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ ব্যাংক। তাই বিনিয়োগকারীদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার আগে সতর্কবার্তা জারি করল তারা।
ক্রিপ্টোকারেন্সিগুলি এই মুহূর্তে শীর্ষ ব্যাংকের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, মাইক্রোইকোনমিক ভারসাম্য এবং আর্থিক স্থিতিশীলতার জন্য ক্রিপ্টোকারেন্সি একটি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, বলে জানিয়েছেন আরবিআই- এর গর্ভনর শক্তিকান্ত দাস। তাছাড়াও, ক্রিপ্টোকারেন্সির মূল্যের সুচক ব্যাপকভাবে ওঠানামা করতে থাকে। আর ক্রিপ্টোকারেন্সিকে সরকারিভাবে বৈধতা দেওয়া হবে কিনা, সেবিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
এদিকে ক্রিপ্টোতে বিনিয়োগের আগ্রহ, দিন দিন লাফিয়ে বাড়ছে। আর এই পরিস্থিতি আরবিআইয়ের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এখন দেশের অর্থনৈতিক ক্ষেত্রের নিয়ন্ত্রক হিসেবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ কতটা নিরাপদ সে বিষয়ে সরকারের কাছে একটা বিস্তৃত রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত সমস্ত চিন্তা এবং উদ্বেগের বিষয় নিয়ে সরকারকে জানানো হয়েছে। এখন সরকার এই পরিস্থিতি বিবেচনা করে কি সিদ্ধান্তে পৌঁছয়, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট