Market

প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে বন্ধ থাকে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। আগামী জুলাই মাসে সেই দিনগুলো ছাড়াও আর বেশ কয়েকটি দিন ব্যাঙ্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। তাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী জুলাই মাসের ১৫দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। যার মধ্যে উৎসব-অনুষ্ঠানের জেরেই ৯ দিন ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ব্যাঙ্ক বন্ধের দিনগুলি।
৪ জুলাই- রবিবার
১০ জুলাই- দ্বিতীয় শনিবার
১১ জুলাই- রবিবার
১৮ জুলাই- রবিবার
২৪ জুলাই- চতুর্থ শনিবার
এছাড়া
১২ জুলাই (সোমবার) – উৎসব
১৩ জুলাই (মঙ্গলবার) – উৎসব
১৪ জুলাই (বুধবার) – উৎসব
১৬ জুলাই (শুক্রবার) – উৎসব
১৭ জুলাই (শনিবার) – উৎসব
১৯ জুলাই (সোমবার) – উৎসব
২০ জুলাই (মঙ্গলবার) – উৎসব
২১ জুলাই (বুধবার) – উৎসব
৩১ জুলাই (শনিবার) – উৎসব
উল্লেখ্য, ব্যাঙ্কের ছুটিগুলি সাধারণত Holiday Under Negotiable Instruments Act এবং Time Gross Settlement Holiday-র আওতায় পড়ে। তাই, ব্যাঙ্কের কাজ থাকলে আর অপেক্ষা নয়। আগেভাগেই সেরে রাখুন ব্যাঙ্কের যাবতীয় কাজ।
ব্যুরো রিপোর্ট