Market
বি পি এন ডেস্কঃ সেকেন্ড ওয়েভ এখনও সেই জায়গায় পৌঁছয় নি, যে অর্থনীতির ওপর আবার নেতিবাচক প্রভাব ফেলবে। এমনই আশ্বাস দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করেছে, এবার তাদের লক্ষ্য যেভাবে হোক আর্থিক বৃদ্ধি। আর তার জন্য সব রকমের পরিস্থিতি সামলাতে প্রস্তুত আছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের প্রথম ঋণনীতি ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল, এবারে বদল হচ্ছে না রেপো রেটে। আগের মতই স্থির রয়েছে ৪%-এ। এমনকি অর্থনীতি যতক্ষণ না আবার ঘুরে দাঁড়াচ্ছে ততক্ষন পর্যন্ত কমানোর পথ খোলা রাখছে আরবিআই।
তাঁদের দাবি, চলতি অর্থবর্ষে মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণেই রাখা হবে। করোনার দ্বিতীয় ঢেউ এখনও পর্যন্ত আর্থিক বৃদ্ধির পথে কাঁটা হয়ে দাঁড়ায় নি। তবু আশঙ্কা থাকলেও রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য এই অর্থবর্ষেও বৃদ্ধির পূর্বাভাস ১০.৫% থাকবে। এছাড়া কৃষি, আবাসন বা ছোট শিল্পের মেরুদণ্ড যাতে আবার না পঙ্গু হয় তার জন্য খোলা রেখেছে পুঁজি সরবরাহের পথ। গ্রামীণ শিল্পগুলিও যাতে এগিয়ে যেতে হোঁচট না খায় তার জন্য টাকা ধারের ব্যবস্থা রেখেছে রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি। কেন্দ্রকে অল্প সুদে বাজার থেকে অর্থ সংগ্রহ করিয়ে দেবার জন্য ১ লক্ষ কোটি টাকার বন্ড কিনবে রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়া অতিমারির দাপট সামলাতে গিয়ে রাজ্যগুলি বেকায়দায় পড়ে। তাই রাজ্যগুলির হাতেও নগদ বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করেছে আরবিআই।
আর্থিক বৃদ্ধিকেই পাখির চোখ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে করোনার দ্বিতীয় ঝড়ের ঝাপটা এসে পড়লেও রিজার্ভ ব্যাঙ্কের বুলস আই এখন শুধুই অর্থনীতির চাকাকে গড়িয়ে নিয়ে যাওয়া। তাই সংক্রমণ অনিশ্চয়তা তৈরি করলেও কড়া নজরদারি রেখে প্রয়োজনীয় পদক্ষেপই নেবে দেশের শীর্ষ ব্যাঙ্ক।