Daily

২০৪৮ নয়। বরং ২০৩১ সালেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারবে ভারত। আশা দেখছে দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনর জন্য বেশ কিছু বিষয় সামনে আনা হয়েছে শীর্ষ ব্যাঙ্কের তরফ থেকে। ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, আগামী বছর জনসংখ্যা যদি ১৪৩ কোটিতে পৌঁছে যায়, সেক্ষেত্রে ভারত হবে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। সর্বাধিক জনবহুল দেশ হওয়ার কারণে ভারত নিজের লক্ষ্যে পৌঁছতে অনেকটা সক্ষম হবে। তার কারণ, এই দেশের বিপুল সংখ্যক ইয়ং জেনারেশন।
মনে করা হচ্ছে, দেশের ইয়ং জেনারেশন যাদের বয়স ২৮ বছর মতন তাঁদের যদি দেশের সামগ্রিক কর্মকান্ডে ঠিকঠাকভাবে লাগানো যায়, তাহলে অর্থনীতির সামনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তাকে মুখোমুখি মোকাবিলা করা এখন অনেকটাই সম্ভব হবে। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, উৎপাদন এবং রফতানির অঙ্ক যদি আরও বাড়িয়ে দেওয়া যায়, তাহলে পরের দশকে ভারতের আর্থিক বৃদ্ধি পৌঁছতে পারে ১১ শতাংশে। প্রসঙ্গত, অতিমারির ধাক্কা সামলে উঠছে কেন্দ্র। কিন্তু রফতানি বৃদ্ধির হার এখনো চোখে পড়ার মত জায়গায় পৌঁছয়নি। এদিকে বেকারত্বের চোখ রাঙানি, মূল্যবৃদ্ধির মতন একাধিক বিষয় রয়েছে। আর যে কারণে সুদ বাড়ানোর মতন পদক্ষেপ নিতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। আর বেকারত্বের চাহিদা মিটতেও সময় লাগবে খানিকটা। যদিও এই বিষয়ে আশাবাদী রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক মারফত খবর, দেশের কাছে এখন প্রধান লক্ষ্য হচ্ছে, দক্ষ কর্মী গড়ে তোলা। আর সেটার জন্য প্রয়োজন ইয়ং জেনারেশন। তাদের দক্ষতা বৃদ্ধি পেলেই ভারত বিশ্ব বাণিজ্যে আরও বড় পদক্ষেপ নিতে পারে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ