Market

জাল নোট নিয়ে প্রায় রোজই নতুন নতুন খবর আসছে বাজারে। কোনটা আসল আর কোনটা নকল বুঝতে সাধারণ মানুষ নাজেহাল। এরকমই একটি খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়া তে ভীষণভাবে ভাইরাল হয়েছে। সেটি হল ৫০০ টাকার নোটে স্টার মার্ক থাকলে তা নাকি জাল নোট। আর এরপরেই রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। বৃহস্পতিবার আরবিআই এই নোটের সম্পর্কে সব সন্দেহ অবসান ঘটিয়ে এই ৫০০ টাকার নোট গুলোকে অন্য নোটের মতই বৈধ বলে বিবৃতি জারি করে।
কেন এই স্টার মার্ক যুক্ত নোট ছাপানো হয় সে বিষয়ে আরবিআই তথ্য দিয়েছে যে, একটি ভুল ক্রমিক সংখ্যার নোট বা কোন কারণে একটি অব্যবহারযোগ্য নোট বদল করার জন্যও এই স্টার চিহ্নের নোট ছাপানো হয়। ২০১৬ সাল থেকেই এই নোট ছাপাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৬ সালে এই স্টার চিহ্নের ৫০০ টাকার নোট ছাপানো হলেও এর আগেও অন্য নোটে এই চিহ্নের ব্যবহার হয়েছে। ২০০৬ সালে প্রথম এই স্টার চিহ্ন যুক্ত নোট ছাপিয়েছিল আরবিআই। উদ্দেশ্য ছিল নোট ছাপানো সহজ করা এবং সর্বোপরি খরচ হ্রাস করা।
আরবিআই এর পাশাপাশি পিআইবি ফ্যাক্ট চেক টিম ও এই নোটের বিষয়ে আপডেট দিয়েছে। তারা টুইট করে মানুষ কে এই নোট নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করেছে। তারা আরও জানিয়েছে যে এই নোট গুলিকে জাল বলে যে মেসেজগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে সেগুলো ভুয়ো। তাই মানুষ নির্দ্বিধায় ওই স্টার চিহ্নের নোট ব্যবহার করতে পারে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ