Daily

এবার ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রাকে নোটের সংজ্ঞায় আনতে চায় শীর্ষ ব্যাংক রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর তাই ডিজিটাল মুদ্রা নিয়ে গত অক্টোবরেই প্রস্তাব রেখেছিল তারা।
ভার্চুয়াল মুদ্রা সিবিডিসি-কে রুপির মতোই নোটের সংজ্ঞায় আনতে চায় তারা। কারণ, সিবিডিসি ব্যবহারের যথেষ্ট সুবিধা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর ব্যবহারের ফলে একদিকে যেমন, লেনদেনের খরচ কমবে, অন্যদিকে তেমনই সেটেলমেন্ট রিস্ক কমবে। কমবে নগদ নির্ভরতার হার। আর সবচেয়ে বড় কথা হলো, এটি ভবিষ্যতে আরও নিয়ন্ত্রিত,দক্ষ, শক্তিশালী, বিশ্বস্ত, এবং কম আইনি ঝুঁকিপূর্ণ লেনদেনের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, নিয়ন্ত্রিত ভাবে এটি ব্যবহার না করতে পারলে, হয়তো সাংঘাতিক ঝুঁকির সম্মুখীন হতে পারে ভারতীয় বাজার। তাই যত্ন সহকারে এর মূল্যায়ন হওয়াটা অনেক বেশি জরুরি।
ব্যুরো রিপোর্ট