Jobs

অফিসার গ্রেড-বি (ডি.আর) জেনারেল, অফিসার গ্রেড-বি ডি.আর, ডি.ই.পি.আর ও অফিসার গ্রেড-বি (ডি.আর)- (ডি .এস.আই.এম) পদে ২৯১ জনকে নিয়োগ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন করার শেষ তারিখ ৯জুন। আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in – এ লগ ইন করে আবেদন করতে হবে প্রার্থীদের। প্রথমে একটি ভ্যালিড ই-মেল আইডির মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন ফি বাবদ জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা এবং তপশীলি জাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে।
বয়সঃ জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য বয়স হতে হবে ৩০ এর মধ্যে
সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
পরীক্ষা পদ্ধতি
পরীক্ষার সিলেবাস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী বাছাই করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্ভিসেস বোর্ড। সব পদের ক্ষেত্রেই প্রথমে অনলাইনে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে, কোলকাতা, গ্রেটার কোলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী এবং হুগলীতে।
শিক্ষাগত যোগ্যতা
অফিসার গ্রেড-বি (ডি.আর) (জেনারেল)-
কমপক্ষে ৬০ % নম্বর পেয়ে যেকোনো শাখায় গ্র্যাজুয়েট বা কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে যেকোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করতে পারেন।
শূন্যপদঃ ২২২টি
অফিসার গ্রেড-বি (ডি.আর)-(ডি.ই.পি.আর)-
ইকোনমিক্স, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, ম্যথামেটিক্যাল ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স , বিজনেস ইকোনমিক্স, এগ্রি ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েটরা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারেন।
এছাড়াও ইকোনমিক্স বা ফিনান্সে স্পেশ্যালাইজেশন হিসেবে এম.বি.এ কোর্সে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারেন।
গবেষণা বা শিক্ষকতার কাজে অভিজ্ঞতা থাকলে এবং নামী জার্নাল প্রকাশনায় দক্ষতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।
শূন্যপদ- ৩৮টি
অফিসার গ্রেড-বি (ডি.আর)-(ডি.এস.আই.এম)-
স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, ইকোনমেট্রিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েটরা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করলে আবেদনের যোগ্য।
উপরের বিষয়ের যেকোনো একটিতে ডক্টরেট ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। গবেষণা বা শিক্ষকতা কাজে অভিজ্ঞতা থাকলে এবং নামী জার্নাল প্রকাশনায় দক্ষতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।
শূন্যপদ-৩১ টি
বেতন- ৫৫,২০০-৯৯,৭৫০ টাকা
বিস্তারিত জানতে ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in – এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ