Daily

পেটিএমের মুকুটে নয়া পালক। শীর্ষ ব্যাংক মারফত শিডিউল ব্যাংকের তকমা পেলো পেটিএম ব্যাংক। আর খবর সামনে আসতেই রাতারাতি শেয়ারের দাম বাড়তে থাকে পেটিএমের। বিএসই-তে পেটিএমের শেয়ার ৫.৮৯% বেড়ে ১,৬৪৫ টাকায় পৌঁছেছে। শেয়ার বাজারের মুখথুবড়ে পড়ার পরেও এই সাফল্যে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশ্বাস পেলো সংস্থা।
এবার থেকে প্রাইমারি অকশনে সামিল হতে পারবে পেটিএম। তাছাড়াও ফিক্সড রেট আর ভ্যারিয়েবল রেপো রেট আর রিভার্স রেপো রেটেও অংশীদার হতে পারবে তারা। পাশাপাশি সরকার আর অন্য বড় ব্যবসায়িক অ্যাসোসিয়েশন দ্বারা জারি রিকোয়েস্ট অব প্রোপোজালে অংশ নিতে পারবে পেটিএম। এখানেই শেষ নয়। এবার থেকে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিতেও অংশগ্রহণ করতে পারবে পেটিএম ব্যাংক, বলছে শীর্ষ ব্যাংকের রিপোর্ট।
জানা যাচ্ছে, ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনের অধীনে পেটিএমকে এই তকমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই তকমা এবার পেটিএমকে দেশীয় বাজারে তাদের ব্যবসায়িক জায়গা মজবুত করতে অনেকটাই সাহায্য করবে বলে আশ্বাস প্রকাশ করছে সংস্থার কর্মকর্তারা।
ব্যুরো রিপোর্ট