Jobs

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ডে বেশ কিছু শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হোলো। ম্যানেজার সহ অন্যান্য বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র সংগ্রহ করা যাবে। জেনে নিন বিস্তারিত।
সার্ভিসেস বোর্ডে মোট ১৪টি শূন্যপদে করছে নিয়োগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে যে বিষয়ে আবেদন করা যাবে সেগুলি হল, লিগ্যাল অফিসার গ্রেড বি: ২টি ,ম্যানেজার (টেকনিক্যাল- সিভিল):৬টি , ম্যানেজার (টেকনিক্যাল- ইলেকট্রিক্যাল): ৩টি, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: ১টি পদ
আর্কিটেক্ট গ্রেড এ: ১টি এবং আরবিআই কলকাতা মিউজিয়াম কিউরেটর: ১টি পদ
কলকাতা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ডে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন যে তথ্য দেওয়া হয়েছে তাতে আবেদন অনলাইনের মাধ্যমেই করতে হবে এবং এই আবেদনের শেষ তারিখ ৪ফেব্রুয়ারী পর্যন্ত রয়েছে।
শুন্যপদে আবেদন করতে জেনারেল, ওবিসি, ইডাবলুএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য ৬০০/-। এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীদের ১০০/- টাকা ফি ধার্য করা হয়েছে। শুধুমাত্র আরবিআই এর স্টাফ দের জন্য ইন্টিমেশন ফী মকুব করা হয়েছে।
আর শুন্যপদে আবেদন করতে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন নিম্নলিখিত ওয়েবসাইট থেকে। https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/NONCSGADVTPY202107AD8A7831214203A894A73C52EDD416.PDF
ব্যুরো রিপোর্ট