Daily

প্রতারণামূলক কর্মকান্ড রুখতে অনলাইন পেমেন্ট পদ্ধতিতে বড় বদল আনলো রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। করোনা প্রবাহে ঘরবন্দী জীবনে বেড়েছে অনলাইন পেমেন্টের প্রতি আগ্রহ। পাল্লা দিয়ে দিনকেদিন বেড়েই চলেছে জালিয়াতি। এবার অনলাইন পেমেন্ট সংক্রান্ত জালিয়াতি রুখতে নড়েচড়ে বসলো শীর্ষ ব্যাংক।
এবার থেকে অনলাইন পেমেন্ট করার সময় অবশ্যই মনে রাখতে হবে, শীর্ষ ব্যাংকের জারি করা নতুন নিয়ম। এতদিন ধরে অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে কোন একটি প্লাটফর্মে একবার লেনদেন হওয়ার পর একাধিক তথ্য সেভ থাকতো। কাজেই পরবর্তী লেনদেনের সময় লেনদেনকারী কেবলমাত্র সিভিভি নম্বরটি বসিয়ে দিলেই অনায়াসে মাত্র কয়েক মিনিটের মধ্যে লেনদেন করে নিতে পারতেন। তবে এবার বদলে যাচ্ছে সেই নিয়ম।
রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, এবার থেকে গ্রাহকের লেনদেন সংক্রান্ত কোনো তথ্য সেভ করে রাখতে পারবে না সংস্থাগুলি। কাজেই প্রতিটি লেনদেনের সময় নিজেদের সব তথ্য অর্থাৎ কার্ড নম্বর, সিভিভি, এক্সপায়ারি ডেট নতুন করে দিতে হবে গ্রাহকদের। শীর্ষ ব্যাংকের এই নয়া নিয়ম চালু হতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকেই।
ব্যুরো রিপোর্ট