Trending

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিল বড় সিদ্ধান্ত। চলতি বছরেই RBI চালু করতে চলেছে ভারতের দেশিয় ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি । আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর, এমনই জানালেন বুধবার ইন্ডিয়া আইডিয়াস সামিট-এর বক্তৃতায়। তিনি আরও জানিয়েছেন, দেশে প্রতি বছর ৪০ থেকে ৫০ শতাংশ হারে বাড়ছে ডিজিটাল পেমেন্ট সেগমেন্ট।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করার সময়ই ঘোষণা করেছিলেন, ২০২২-২৩ অর্থবর্ষেই সিবিডিসি চালু করা হবে। এই মুহূর্তে আরবিআই ডিজিটাল পেমেন্টের নীতি নির্ধারণের চেষ্টা করছে বলে জানা গিয়েছে বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া থেকে।
সিবিডিসি চালু করলেও নগদহীন সমাজ তৈরি করা কখনই আরবিআই এর লক্ষ্য নয়, এমনটাই এইদিন জানান আরবিআই-এর ডেপুটি গভর্নর। এবং এইদিন তিনি আরও জানান, আরও আন্তর্জাতিক করে তোলা হচ্ছে ইউপিআই-কে । সেই সঙ্গে জালিয়াতি মোকাবিলা করার ব্যবস্থাকে আরও জোরদার করার দিকে লক্ষ্য রাখছে আরবিআই। এছাড়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অব বরোদাকে অভ্যন্তরীণভাবে প্রকল্প চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আরবিআই এর তরফ থেকে ।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ