Market
ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট বাড়ানো হল ৫০ বেসিস পয়েন্ট। ফলে বর্তমানে আরবিআই-য়ের রেপো রেট বেড়ে দাঁড়াল ৪.৯০ শতাংশ। আর যে কারণে আবারও ইএমআইয়ের বোঝা আরও বাড়ল সাধারণ মানুষের ঘাড়ে।
উল্লেখ্য, মে মাসেই মূল্যবৃদ্ধিকে আটকাতে রেপো রেট বাড়ানোর দাওয়াই দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক এক মাস পরে আবারও রেপো রেট বাড়ানোয় মনে করা হচ্ছে, মূল্যবৃদ্ধিকে কিছুটা হলেও আটকানো সম্ভব হবে। আর রেপো রেট বাড়ানোর জন্য সেই প্রভাব সরাসরি গিয়ে পড়বে সাধারণ মানুষের পকেটে। কারণ বাড়ি, গাড়ি সহ যাবতীয় ইএমআইয়ের অঙ্কটা আগের থেকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে। রেপো রেট বাড়ানোর কারণে শেয়ার বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেল। বিশেষজ্ঞরা মনে করছেন, রেপো রেট বাড়ানোর জন্য সরাসরি প্রভাব পড়বে দেশের শিল্পক্ষেত্রে। আবার অন্যদিকে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারবেন যারা বিভিন্ন ব্যাঙ্কে টাকা জমাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রেপো রেট বাড়ানোর জন্য বাড়তে পারে এফডি সহ সেভিং অ্যাকাউন্টে সুদের হার।