Market

নতুন বছরেই বড় ক্ষতির মুখে পড়তে পারেন অনলাইন ব্যবসায়ীরা। RBI এর টোকেনাইজেশন পলিসিতে আসছে বড়সড় রদবদল। এক ধাক্কায় ৪০ শতাংশ ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। টোকেনাইজেশন নিয়মের জেরে চলতি বছরের ৩১ ডিসেম্বরের পরে অনলাইন ব্যবসায়ীরা তাদের আয়ের ২০-৪০ শতাংশ হারাতে পারেন।
৩১ ডিসেম্বরের পর, অনলাইন ব্যবসায়ীরা গ্রাহকদের কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবে না। তাদের প্রতিটি কার্ড নম্বরকে একটি এলোমেলো টোকেন নম্বর দিয়ে প্রতিস্থাপন করতে হবে। CII সূত্রে খবর, ভারতে আনুমানিক ৯৮.৫ কোটি কার্ড রয়েছে। প্রায় ১.৫ কোটি দৈনিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা ৷
এদিকে, টোকেনাইজেশন সমস্যার সমাধানটি তিনটি ধাপে সম্পন্ন করা যাবে বলে জানাচ্ছে CII। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে টোকেন বিধান, টোকেন প্রক্রিয়াকরণ এবং একাধিক ব্যবহারের ক্ষেত্রে স্কেল-আপ। প্রসঙ্গত , ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন লেনদেন আরও নিরাপদ এবং সুরক্ষিত করার জন্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ( আরবিআই ) সমস্ত অনলাইন পেমেন্ট গেটওয়ে , বণিক এবং e-কমার্স সংস্থাগুলিকে অর্থপ্রদান করার সময় তাদের গ্রাহকদের কার্ডের টোকেনাইজেশন কার্যকর করার নির্দেশ দিয়েছে ।
ব্যুরো রিপোর্ট,
বিজনেস প্রাইম নিউজ