Market

গ্রাহক পরিষেবা দিতে অক্ষম থাকার জন্য ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পুনের শিবাজী রাও ভোঁসলে সহকারি ব্যাঙ্ক লিমিটেডের আর্থিক অবস্থা খুব বেশ খারাপ। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করা ছাড়া আর কোন পথ দেখতে পেল না।
জানা গিয়েছে, ব্যাঙ্ক পরিষেবা চালিয়ে যাবার জন্য পর্যাপ্ত পুঁজির অভাব ছিল এই ব্যাঙ্কের। সেই কারণেই বাতিল হল লাইসেন্স। তাই ৩১ মে, ২০২১- এর পর থেকে এই ব্যাঙ্কটি আর কোন পরিষেবা দিতে পারবে না। তবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য গ্রাহকদের কোন ক্ষতি হবে না বলে জানান হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। কারণ, ব্যাঙ্কের ৯৮ শতাংশের বেশি গ্রাহক তাদের জমা রাখা টাকার পুরোটাই ফেরত পেয়ে যাবেন। আরবিআই-এর তরফে জানান হয়েছে, মহারাষ্ট্রের রেজিস্টার অফ কো-অপারেটিভ সোসাইটি শিবাজী রাও ভোঁসলে ব্যাঙ্ক বন্ধ করার নির্দেশ দিয়েছে।
ব্যুরো রিপোর্ট