Market

অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমের সুরই শোনা গেল প্রাক্তন আরবিআই গভর্নর ডি সুব্বারাও-এর গলায়। স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইলে টাকা ছাপাতেই পারে কিন্তু আর যদি কোন উপায় না থাকে, তবেই। যদিও তিনি একইসঙ্গে দাবি করছেন, এই মুহূর্তে ভারত সেরকম কোন পরিস্থিতির সম্মুখীন হয়নি।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সুব্বারাও জানিয়েছেন, দ্বিতীয় ঢেউতে দেশের অর্থনীতি ধাক্কা খেয়েছে ঠিকই কিন্তু কোভিড বন্ড ভারত সরকারকে সাহায্য করবে ধার করার জন্য। যদিও এখনই এত কিছু ভাবার প্রয়োজন নেই বলে মনে করছেন প্রাক্তন আরবিআই গভর্নর।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষে অর্থনীতির সঙ্কোচন হয় ৭.৩ শতাংশেরও কম। ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি কমে দাঁড়াবে ৬.৮ শতাংশে। এবং ২০২৫-২৬ অর্থবছরে ৪.৫%। যদিও ওয়ার্ল্ড ব্যাঙ্ক মনে করছে দেশের অর্থনীতি ২০২১ সালেই ঘুরে দাঁড়াবে। শতাংশের হিসেবে বাড়বে প্রায় ৮.৩%।
ব্যুরো রিপোর্ট