Daily

লঘু হলো কারেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম। শীর্ষ ব্যাংকের সিদ্বান্ত খুশি ব্যবসায়ীমহল। কারণ এই শিথিল হওয়া নতুন নিয়ম, লেনদেনে হাওয়া বদল তো করবেই, একইসাথে আমদানি রপ্তানি খাতে জোয়ার আনবে বলে অভিমত ব্যবসায়ীদের।
নিয়ম বদলে আরবিআই জানিয়েছে, এখন থেকে ওভারড্রাফ্টের অঙ্ক ৫ কোটি টাকার কম হলে অন্য ব্যাঙ্কেও কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যবসায়ী। তার বেশি যদি ঋণ থাকে, সে ক্ষেত্রে অন্য ব্যাঙ্কেও তা নিতে হবে। যার অঙ্ক হতে হবে কমপক্ষে ৫ কোটি টাকার ১০%। একইসাথে রপ্তানিকারীদের কারেন্ট অ্যাকাউন্ট খোলার ব্যাপারে নিয়মেও শিথিলতা আনছে শীর্ষ ব্যাংক।
লেনদেনের ক্ষেত্রে ব্যাংক এবং ব্যবসায়ীদের স্বাধীনতা নিশ্চিত করতে আরবিআই-এর এই সিদ্ধান্ত বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যুরো রিপোর্ট