Trending
এনডিটিভির স্টিয়ারিং ধরলেন গৌতম আদানির
পদত্যাগ করলেন রাভিশ কুমার
কীভাবে চুপিসারে এনডিটিভির মালিকানা আদায় করলেন আদানি?
আদানির এনডিটিভি টেকওভার নিয়ে বহুদিন ধরেই চলছিল টালবাহানা। বারবার প্রশ্ন উঠছিল, সত্যিই কি এনডিটিভির মালিকানা পাচ্ছে আদানি গ্রুপ? আর এতদিনের সেই সমস্ত প্রশ্নের উত্তর এল ২৩ অগাস্ট, ২০২২ নাগাদ। আচমকাই খবরের শিরোনামে উঠে এল, আদানি গ্রুপ এবং এনডিটিভির প্রসঙ্গ। জানানো হল যে, এনডিটিভির ২৯.১৮% স্টেক অধিগ্রহন করেছে আদানি গ্রুপ। এখানেই শেষ নয়। এবার কোম্পানির আরও ২৬ % শেয়ার কেনার জন্য ওপেন অফার দিল আদানি গ্রুপ। আর এই খবর সকলের সামনে আসতেই শোরগোল পড়ে গেল সর্বত্র। সংবাদমাধ্যমের বাক-স্বাধীনতা খর্ব হওয়া নিয়ে উঠতে থাকল বিভিন্ন প্রশ্ন।
প্রতিবাদ জানানো হয় এনডিটিভির তরফেও। কোম্পানিতে ইস্তফা পত্র জমা দেন বর্ষীয়ান সাংবাদিক রাভিশ কুমার। পদত্যাগ করেন কোম্পানির ফাউন্ডার প্রনয় রায় এবং রাধিকা রয়। এনডিটিভির তরফে জানানো হয় যে তাদের এই মালিকানা নাকি ইন্ডিরেক্টলি আদায় করেছে আদানি গ্রুপ। ইন্ডিরেক্টলি কেন? কারণ আদানি গ্রুপ যে এনডিটিভির এই স্টেক অধিগ্রহন করেছে, তার কোন খবর ছিল না খোদ এনডিটিভি টিমের কাছেই। ম্যানেজমেন্ট টিম থেকে শুরু করে, জার্নালিস্ট এমনকি কোম্পানির ফাউন্ডার প্রনয় রয় এবং তার স্ত্রী রাধিকা রয়, তারাও নাকি ঘুণাক্ষরেও কিছু টের পাননি। জানকারী ছাড়াই মালিকানা? আদানির এই অঙ্কটা কেমন ছিল?
২৩ অগাস্ট ২০২২। বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড বা VPCL এর ১০০ শতাংশ মালিকানা পায় আদানি গ্রুপ। আর এই VPCL থেকে ৪০০ কোটি টাকার লোন নেয় এনডিটিভির মাদার কোম্পানি আরআরপিআর প্রাইভেট লিমিটেড। পরিবর্তে এনডিটিভির ২৯.১৮%-এর মালিকানা পায় VPCL। আর VPCL-এর মালিকানা পেতেই ওই ২৯.১৮% স্টেক পেয়ে যায় গৌতম আদানি। এরপর আরও আইনি নিয়ম মেনে ২৬% স্টেক নিজের আয়ত্তে রাখার জন্য ওপেন অফার দেন এই মাস্টারমাইন্ড। প্রথমে এই ওপেন অফারের মূল্য ৩৬৮ টাকায় ফিক্স করা হলেও পরে ২৯৮ টাকায় কমিয়ে আনা হয়।
কোম্পানির মিনিমাম ১৫% শেয়ার যদি নেতৃত্বাধীন কোম্পানির দখলে থাকে তবেই সে ওপেন অফার দিতে পারে। আর এক্ষেত্রে গৌতম আদানির দখলে রয়েছে এনডিটিভির ২৯.১৮% মালিকানা। মাইনরিটি শেয়ার হোল্ডার যারা এনডিটিভি থেকে বেরিয়ে আসতে চান, তারা যাতে তাদের শেয়ার টেন্ডার করতে পারেন, তাই জন্যই এই ওপেন অফার দেয় গৌতম আদানি। আদানি গ্রুপের তরফে জানানো হয় যে এই অফার নাকি এনডিটিভির গঠনগত পরিবর্তন করবে।
সো কলড গোডি মিডিয়ার যুগে সংবাদমাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখত এনডিটিভি। সেখানেও চুপিসারে পা রাখলেন বিজেপি ঘনিষ্ট গৌতম আদানি। আর তাই জন্যই কি সুর বদল রামন ম্যাগসেসে পুরষ্কার প্রাপ্ত জার্নালিস্ট রাভিশ কুমারের? কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখার মতো সাহস রেখেও রাভিশ কুমারের মতো সাংবাদিকের পিছিয়ে আসা কি ঠিক হল? নাকি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হল?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ