Daily

মৃত ব্যক্তির কার্ড দিয়ে রেশন সামগ্রী আত্মসাৎ করছেন নিজে। হাতেনাতে ধরা পড়লেন খোদ রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে।
জানা গিয়েছে, গত ১১ মে মঙ্গলবার গভীর রাতে প্রায় ২২ বস্তা আটা, চাল এবং গম পাচার করছিল খোদ রেশন ডিলার। কিন্তু অপরাধ চাপা থাকে না। এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি। তারপর থেকেই এলাকাবাসীদের সন্দেহের তালিকায় উঠে আসে রেশন ডিলারের নাম।
মৃত ব্যক্তির পরিবারের লোকেদের সন্দেহ হলে রেশন কার্ড নিয়ে তাদের চক্ষু চড়কগাছ। এখনও সচল রয়েছে ঐ মৃত ব্যক্তিদের কার্ডগুলি। কার্ডগুলো সরকারি দফতরে জমা না দিয়ে তাঁদের নামে ওঠা রেশন সামগ্রী ডিলার নিজে আত্মসাৎ করছিলেন। তারপরে মঙ্গলকোটের ধারসোনা ২৪৫ নম্বর রেশন ডিলারের বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যদিও রেশন ডিলার জানিয়েছেন, মৃত ব্যক্তিদের কার্ড এবং তথ্যাদি উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি । উর্দ্ধতন কর্তৃপক্ষ খুব শীঘ্রই এই বিষয়ে সমাধান করবে ।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান