Market

একুশের শেষ লগ্নে এসে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। যার প্রভাব দেখা যাচ্ছে জিডিপি বৃদ্ধির হারে। এবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে দেশের জিডিপি। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৮.৪%।
গত বছর এই সময় দেশে প্রবৃদ্ধির হার ছিল ৭.৪%। সেখানে এই বছর দেশের এই প্রবৃদ্ধির হারে খুশি বিশেষজ্ঞমহল। কৃষি থেকে উৎপাদন, ব্যবসাবাণিজ্য থেকে পরিষেবা, লকডাউন উঠে যাওয়ার পর থেকে ঘুরে দাঁড়াচ্ছে সব ক্ষেত্রগুলিই। ফলে মুখ থুবড়ে পরা জিডিপি ফের মাথাচাড়া দিচ্ছে। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি।
এর পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার হার বাড়ানো গেলে এবং পেট্রোল ডিজেলের উপর শুল্ক কমানোর ফলে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা বাড়বে লগ্নিকারিদের। চাহিদা বাড়লে, বাড়বে যোগান। বাড়বে উৎপাদন। তাই করোনার নতুন ভ্যারিয়েন্ট আসলেও অর্থনৈতিক বৃদ্ধি থাকবে ঊর্ধ্বমুখী।
ব্যুরো রিপোর্ট