Daily

শিল্পপতি এবং বিলিনিয়ার তো দেশে অনেক রয়েছে। কিন্তু কজনই বা আছে রতন টাটার মতো। করোনা মহামারীর প্রকোপে যখন গোটা দেশ কাঁপছিল আতঙ্কে তখন তাদের পাশে দাঁড়িয়ে ছিল শিল্পপতি রতন টাটারই টাটা চ্যারিটেবিল ট্রাস্ট । বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে প্রায় সারা বছরই তাদের পাশে ছিল টাটা চ্যারিটেবিল ট্রাস্ট। দেশের শিল্পপতিদের তালিকায় তার স্থান শীর্ষে হলেও অন্যান্যদের তুলনায় তার ধন সম্পদ অনেকটাই কম।
ডাউন টু আর্থ মানসিকতা এবং সহজ সরল জীবন যাপন। হয়তো এই সকল কারনের জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএম কেয়ারস ফান্ডের অন্যতম ট্রাস্টি হিসেবে বেছে নিলেন রতন টাটাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পিএম কেয়ার্স ফান্ডের একটি বৈঠকে এই তাৎপর্যপূর্ণ ঘোষণাটি করেন।
পিএম কেয়ার্স ট্রাস্টে কেবল যে রতন টাটারই নাম মনোনীত হয়েছে এমনটা কিন্তু নয়। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রাজিব মেহঋষি, টিচ ফর ইন্ডিয়ার সহপ্রতিষ্ঠাতা আনন্দ শাহ, ইনফোসিস ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান সুধা মূর্তি এবং ইন্ডিকর্পাস অফ পিরামল ফাউন্ডেশন এর সিইও কেও এই ট্রাস্ট এর সদস্য হিসাবে বেছে নেওয়া হয়েছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ