Daily
পেশায় একজন স্কুল শিক্ষক হলেও, শিলিগুড়ির রথখোলার বাসিন্দা পুলক জোয়ারদার কিন্তু নেশায় আপাদমস্তক একজন ফুলপ্রেমী। আর সেই ফুলের নেশায় মত্ত হয়ে নিজের ছাদবাগানকে সাজিয়েছেন জানা-অজানা বিভিন্নরকম ফুল দিয়ে। ইদানিং অবশ্য তার ছাদবাগানে জ্বলজ্বল করছে আল্টিমেট থাউজ্যান্ড পেটালস পদ্ম। চলুন একবার ঘুরে আসা যাক তার ছাদবাগান থেকে।
হাজার পাপড়ি নিয়ে দুধে আলতা রঙের পদ্ম যেন বাগানের গ্ল্যামারটাই বাড়িয়ে দিয়েছে। পুলকবাবুর ছাদবাগানে যেন তার একার রাজ। তাই ছাদবাগানের অন্যান্য সদস্য, যেমন ধরুন পাতাবাহার, বিভিন্ন ফল গাছগুলো থাকলেও আপনার নজর কাড়বে কিন্তু সেই আল্টিমেট থাউজ্যান্ড পেটালস পদ্মই। মূলত চিনে এই প্রজাতির পদ্ম পাওয়া যায়। তবে, নিজের ছাদবাগানে এমন বিরল প্রজাতির পদ্মের চাষ করতে পেরে খুশি পুলক বাবু।
যেকোনো চাষের ক্ষেত্রে যত্ন আর সঠিক প্রসেসে চাষ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ফুল চাষে যে যত্ন একটু বেশি প্রয়োজন, তা তো কারোরই অজানা নয়। ঠিক কীভাবে যত্ন করে চাষ করে নিজের ছাদবাগানে এমন এক দুর্লভ পদ্ম ফোটালেন পুলক বাবু?
ছাদবাগানে এমন দুর্লভ প্রজাতির পদ্ম চাষ করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন পুলক বাবু। আগামী দিনে হয়তো ফলন বেশি হলে বানিজ্যিকভাবে চাষও করতে পারেন তিনি।