Daily

কেমন হবে যদি আপনি এক কাপ কফির আদ্দেকটা একটি দেশে এবং আরেকটি অন্য দেশে গিয়ে খান? অথবা ধরা যাক, একটি থিয়েটার। সেখানে যারা অভিনয় করছেন অর্থাৎ যারা মঞ্চে রয়েছেন, তাঁরা রয়েছেন একটি দেশে। আর যারা সেই থিয়েটার উপভোগ করছেন, তাঁরা রয়েছেন অন্য একটি দেশে? অবাক হচ্ছেন তো! আসলে, প্রত্যেকটি দেশই চায় তারা নিজেদের সীমানা মার্ক করে রাখুক। অন্য দেশের সঙ্গে নিজের দেশের ফারাক করাটা অত্যন্ত দরকার। তাই ভারতের মানুষ যদি পাকিস্তানের বর্ডার বা বাংলাদেশের বর্ডারে গিয়ে দাঁড়ায়, তখন ভালোরকম উত্তেজনা তৈরি হয়। মনে হয়, যদি চট করে চলে যাওয়া যেত! কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এমন কিছু বর্ডার রয়েছে, যেখানে আপনি নিশ্চিন্তে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারবেন। প্রয়োজনে একটা পা এই দেশে রাখলেন আবার আরেকটা পা অন্য দেশে। আসুন, আজকের প্রতিবেদনে কথা বলি এমনই কিছু বর্ডার নিয়ে। যার কথা আপনারা শুনলে যে অবাক হবেন, সেই বিষয়ে দিচ্ছে সেন্ট পারসেন্ট গ্যারান্টি।
১। স্পেন-মরক্কো বর্ডারঃ (Spain-Morocco Border)
পৃথিবীতে যতগুলো অদ্ভুত বর্ডার রয়েছে, তার মধ্যে স্পেন এবং মরক্কোর বর্ডারের কথা না-বললেই নয়। স্পেনের একটি শহর সিউটা। আর তাকে ঘিরে রেখেছে মরক্কো। উত্তর আফ্রিকার পূর্বে এই শহরটা অবস্থিত। এই কারণে মরক্কো চিরকালই সিউটার দাবি করে আসছে। এখানে স্পেনের তরফ থেকে ১০ ফুট উঁচু কাঁটার বর্ডার দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে, এই বর্ডার পেরিয়ে বহু মানুষ স্পেন থেকে মরক্কো বা মরক্কো থেকে স্পেনে আসেন জীবনের ঝুঁকি নিয়ে। আফ্রিকা এবং ইউরোপের একমাত্র বর্ডার হল এটি।
২। Baarle Nassau/ Baarle Hertog
এই বর্ডারটি দেখলে আপনাকে অবাক হতেই হবে। কারণ বর্ডারের একপাশে রয়েছে নেদারল্যান্ড এবং অন্যপাশে রয়েছে বেলজিয়াম। রাস্তার মাঝখান দিয়ে চলে গিয়েছে বর্ডারটি। এমনকি এই ইন্টারন্যাশনাল বর্ডারটি বাড়ির মধ্যিখান দিয়ে গিয়েছে। মানে বাড়ির একদিক রয়েছে নেদারল্যান্ডে এবং অন্যদিক রয়েছে বেলজিয়ামে। আর শুরুতেই যে কফি খাবার কথা বললাম, সেই কফি শপটিও রয়েছে এখানে।
৩। Mount Everest:
তুষারাবৃত মাউন্ট এভারেস্ট, পৃথিবীর অন্যতম বিস্ময়। কিন্তু জানেন কি যে, মাউন্ট এভারেস্ট নিজেই দুই দেশের বর্ডারের কাজ করছে? নেপাল এবং চিনের বর্ডার রয়েছে মাউন্ট এভারেস্টে। পৃথিবীর সর্বোচ্চ বর্ডার এভারেস্ট চিড়েই গিয়েছে। আর যে কারণে দুই দেশের মধ্যে এই বর্ডার নিয়েও বেশ মন কষাকষি হয়ে থাকে।
৪। Derby Line, Vermont:
ডার্বি লাইন, ভারমন্ট- এটিও একটি অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডার। এই বর্ডার রয়েছে আমেরিকা এবং কানাডার মধ্যে। কখনো বাড়ির মাঝখান দিয়ে তো কখনো আবার থিয়েটারের মাঝখান দিয়ে। মানে বিষয়টা কেমন অদ্ভুত জানেন? ধরুন বাড়ির মধ্যে আপনি রান্না করলেন আমেরিকায় আর খাবার খেটে বসলেন কানাডায়। ঐ যে শুরুতে থিয়েটারের উদাহরণ দিলাম, সেটাও কিন্তু রয়েছে এই ইন্টারন্যাশনাল বর্ডারে। এখানে সবথেকে অদ্ভুত বিষয় হল, যারা মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছেন তাঁরা রয়েছেন কানাডায় আর যারা সেই অভিনয় দেখছেন, তাঁরা রয়েছেন আমেরিকায়। এমনকি এই বর্ডারে অবস্থিত পোস্ট অফিসে রয়েছে দুটো আলাদা অ্যাড্রেস। একটি আমেরিকার এবং অন্যটি কানাডার।
৫। Korean Demilitarized Zone:
উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে মনোমালিন্যের বিষয়টা আমরা সকলেই জানি। তাই এই দুটি দেশের বর্ডারে যে প্রচুর সংখ্যায় মিলিটারি থাকবে, সে আর নতুন কথা কী? এই বর্ডারটি লম্বায় ২৬০ কিমি মতন। একে বিশ্বের অন্যতম বিপজ্জনক বর্ডার বলা হয়ে থাকে। বলা হয়, এই বর্ডার দেখতে আজ পর্যন্ত কোন সাধারণ মানুষ আসেনি। কারণ এই বর্ডারে মিলিটারিরা কোন সাধারণ মানুষকে দেখলেই সবার আগে গুলি করে হত্যা করে দেয়।
৬। Tumen River:
টিউমেন রিভারের নাম হয়ত আপনারা অনেকেই শুনেছেন। এই নদীর ওপর একটা ব্রিজ রয়েছে। যদি আপনি ব্রিজ ধরে হাঁটতে শুরু করেন, তাহলে আপনার যাত্রা শুরু হবে উত্তর কোরিয়া থেকে। ৮০০ মিটার যাবার পর আপনি পৌঁছে যাবেন চিনে। আর ব্রিজটি পুরো হেঁটে একেবারে ঐ প্রান্তে গেলে আপনি পৌঁছে যাবেন সোজা রাশিয়ায়। ভাবতে পারলেন? একটি ব্রিজ সেটাই কাজ করছে বর্ডারের। তাও আবার তিনটি দেশ- উত্তর কোরিয়া, চিন এবং রাশিয়ার। বলাই বাহুল্য, এই ব্রিজ দিয়েও সাধারণ মানুষ যাতায়াত করেনা বললেই চলে।
৭। The Diomedes:
দ্য ডায়োমেডিস- এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডার। তবে এক্ষেত্রে বর্ডারটি দুটি আইল্যান্ডের মধ্যিখান দিয়ে গিয়েছে। এই দুটি আইল্যান্ডের মধ্যে একটি হচ্ছে বড় এবং অন্যটি হচ্ছে ছোট। বড় আইল্যান্ডটি অবস্থান করছে রাশিয়ায় এবং ছোট আইল্যান্ডটি অবস্থান করছে আমেরিকায়। রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই আইল্যান্ডটি একটু অবাক করার মতনই। তবে এখানে একটা বিষয়। আমেরিকায় অবস্থিত আইল্যান্ডটিতে গুটিকয়েক মানুষ থাকলেও, রাশিয়ার বড় আইল্যান্ডটি কিন্তু একেবারেই জনশূন্য। এই দুটি আইল্যান্ডের মধ্যে দূরত্ব চার কিমি মতন।
৮। India-Pakistan Border:
পৃথিবীতে যেকটি অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, তাদের মধ্যে শীর্ষে অবশ্যই থাকবে ভারত-পাকিস্তানের বর্ডার। এই বর্ডারটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বর্ডার। ভারত-পাকিস্তান বর্ডারটি লম্বায় প্রায় ৩ হাজার ৩২৩ কিমি মতন। উল্লেখ্য, ভারত সরকার এই বর্ডারে দেড় লক্ষের বেশী ফ্লাড লাইট লাগিয়েছে। আর যে কারণে, এই বর্ডারটি স্পেস থেকেও দেখতে পাওয়া যায়। এই বর্ডারটি কখনো গেছে তুষারাবৃত এলাকার মধ্যে দিয়ে, তো কখনো গিয়েছে মরুভূমির মধ্য দিয়ে।
আজ বললাম এই আটটি বর্ডারের কথা। এছাড়াও এমন কিছু ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, যাদের কথা আপনারা চট করে জানেন না। সেগুলো নিয়ে আলোচনা করব আরেকটি প্রতিবেদনে।
বিজনেস প্রাইম নিউজে।
জীবন হোক অর্থবহ