Trending
খাদের ধারে দেশের ১০ কোটি মানুষ। ক্রমশই জলস্তর বাড়ছে গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্রের। ফলে অচিরেই তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। এর কারণ হিসেবে উঠে এসেছে হিমালয় এবং কারাকোরাম পর্বতশ্রেণিতে অবস্থিত হিমবাহ। তাপমাত্রা বৃদ্ধির কারণে যেগুলো খুব তাড়াতাড়ি গলতে শুরু করেছে। ফলে এই সকল নদীর অববাহিকায় অবস্থিত মানুষের শিয়রে বিপদ এসে দাঁড়িয়েছে। সম্প্রতি ইন্দোর আইআইটির একদল গবেষক হিমবাহের গলন নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে যা দ্য জার্নাল সায়েন্সে প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, যে হারে হিমবাহ গলছে তাতে শতাব্দী শেষের আগেই নদীর জল মানুষের কাছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।
এমনিতেই গঙ্গার মত নদীর জলের ওপর প্রায় ১০ কোটি মানুষ নির্ভরশীল। এছাড়াও রয়েছে বৃষ্টির জল। আবার কোন কোন জায়গায় মানুষের চাহিদা মেটে হিমবাহ গলা জল থেকে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জেরে যেমন পাল্টাচ্ছে বৃষ্টির চেহারা, তেমনই জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হিমবাহ দ্রুত গলে যাবার জন্য। একইসঙ্গে বৃষ্টিও জলস্তর বাড়াতে অনেকটা সাহায্য করেছে। তাই, এখন থেকেই হিমবাহের উপর পর্যবেক্ষণের প্রয়োজন তো আছেই, তেমনই খেয়াল রাখতে হবে অন্যান্য পদ্ধতির ওপর। এবং মানুষের নিজস্ব ভাবনা চিন্তাতেও বদল আনা প্রয়োজন। তবেই হয়ত এড়ানো যাবে বিপদ।
ব্যুরো রিপোর্ট