Story
আর মাত্র কয়েকটা দিন। ক্যালেন্ডারে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। গিরিরাজ থেকে উমা রওনা দেবেন। গতবারও উমা কখন এসে কিভাবে চলে গেলেন তা টের পাননি এখানকার উমা সঙ্গীরা।
এবারেও হাতের কর গুনছেন এখানকার প্রায় দেড়শ বাসিন্দা। যারা অনেকেই উমা সঙ্গী হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যে পরিচিত। উমার আশায় বসে থাকাটাই উমা সঙ্গীদের নেশা এবং পেশা।
রাণাঘাট ২ নং ব্লকের হিজুলী ঋষিপাড়া ঢাকিপাড়া নামেই বিখ্যাত। আগে ঢাকিরা দুর্গাপুজো উপলক্ষ্যে পাড়ি দিতেন মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই এমনকি জম্মুর মত ভিনরাজ্যে। কিন্তু গতবছর থেকে সেই ছবিটা অনেকটাই ফিকে হয়ে এসেছে। করোনার কোপ পড়েছে ঢাকের কাঠিতে। ফলে অতীতের স্বচ্ছলতা হারিয়ে যায় গত বছরেই। চিন্তার মেঘ কাটেনি এই বছরেও।
এই পেশার সঙ্গে যুক্ত এলাকার প্রায় ১৫০ পরিবার নতুন আশা নিয়ে তাকিয়ে রয়েছেন এবারের পুজোর দিকে। সঙ্গে রয়েছে সরকারি সাহায্যের আর্জি।
তবে এটাও ঠিক যে গতবারের চেয়ে এবারের বায়না কিছুটা বেড়েছে। ফলে আবারও ছন্দে ফেরার চেষ্টা করছেন ঢাকিরা। ঢাকগুলিকে সযত্নে তৈরি করছেন নতুন করে ভালো বোল দেওয়ার জন্য। মায়ের আগমনী সুরের সঙ্গে ঢাকিরাও ঢাক বাজানোর সবরকম প্রস্তুতি সেরে রাখছেন করোনাতঙ্কের বাতাবরণ কাটিয়ে অতীতের সুস্থ সমাজের ছবিটা ফিরে পাওয়ার আশায়।
রনি চ্যাটার্জী
নদীয়া