Story
কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। আর এই প্রবচনটি একেবারে খাঁটি ঘরের লক্ষ্মীদের জন্য। তাঁরা আবার দশভুজাও। না হলে সংসারের সবদিক সামলে রোজগারের দিশা দেখতে পান তাঁরা? আর এই গোটা কর্মকাণ্ডে তাঁদের পাশে ছায়ার মত দাঁড়িয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন।
মুর্শিদাবাদ জেলার সারগাছি রামকৃষ্ণ মিশনে এখন শুধুই ব্যস্ততা। সেখানে জোর কদমে চলছে ব্যাগ তৈরির প্রশিক্ষণ। ৪০ জন মহিলাকে আগামী ছ’মাস ধরে এই ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেখানে মহিলারা নিজের বুদ্ধি, কল্পনাশক্তি, প্রতিভাকে ব্যবহার করে সুন্দর সুন্দর ব্যাগ তৈরির কাজে মনযোগী হয়েছেন। সোম থেকে শুক্র প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে এই প্রশিক্ষণ। তাও আবার বিনামূল্যে। ১২ থেকে ৪৫ বছর বয়সী মা-বোনেদের এই প্রশিক্ষণ তাঁদের উপার্জনের রাস্তা অনেকটাই মসৃণ করে দেবে। শিবজ্ঞানে জীব সেবাই যখন পরম ব্রত। তখন মা-বোনেরা এই ট্রেনিং নিয়ে অর্থকষ্টের ভার একটু হলেও কমাতে পারবেন। অন্তত এমনটাই মনে করছেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক বিশ্বমায়া নন্দজী মহারাজ।
কেউ সংসার সামলে এখানে আসেন ট্রেনিং নিতে। কেউ বা পরিচারিকার কাজ সেরেও এখানে আসে। আর কোন কোন ক্ষুদে তো এখন থেকেই ব্যাগ তৈরির প্রশিক্ষণ নিচ্ছে, নিজের কল্পনাশক্তি ব্যবহার করে।
ব্যবহার করা হচ্ছে উন্নতমানের মেশিন। যার সাহায্যে মা-বোনেরা তৈরি করছেন ছোট ছোট ব্যাগ। আর তাঁদের এই অভাবনীয় শিল্পকর্মের দিকে নজর রেখেছেন প্রশিক্ষক ষষ্ঠীচরণ মণ্ডল। তিনি বলেন,
রামকৃষ্ণ মিশনের উদ্যোগেই ব্যাগগুলি তৈরি হয়ে গেলে পাঠানো হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমনকি কেউ যদি এখান থেকে ট্রেনিং নেবার পরে সেই মেশিন না কেনার সামর্থ্য রাখেন। তাঁরা এখানে এসেও ব্যাগ তৈরি করতে পারবেন। মহিলাদের কল্পনাশক্তি এবং সেই প্রতিভাকে ব্যবহার করে এমন ছোট ছোট শিল্পকর্মকে গোটা রাজ্যের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে চলেছে সারগাছি রামকৃষ্ণ মিশন। মা বোনেরা এখন নিজেদের কল্পনাশক্তিকে ব্যবহার করতে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাই শিল্পকর্মকে ফুটিয়ে তোলার পাশাপাশি তাঁরাও এখন আয়ের পথ খুঁজে পেয়েছেন। রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে দারুণ খুশি মা বোনেরা।
দেবস্মিতা মণ্ডল
মুর্শিদাবাদ