Daily

রামদেবের একাধিক কোম্পানি হলেও তার একটিমাত্র কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে। গত কয়েক মাসে নিরিখে শেয়ার বাজারে চমক আনলো রামদেবের পতঞ্জলি ফুডস সংস্থাটি। শুক্রবারের মতো সোমবারও শেয়ার বাজারে বেড়েছিল কোম্পানিটির শেয়ারের দাম। গত ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানির শেয়ার শুক্রবার ছিল সর্বোচ্চ স্থানে। যদিও দাম কিছুটা কমেছিল মঙ্গলবারে।
পতঞ্জলি ফুডসের শেয়ারের দাম, গত পাঁচ বছরে ২১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৯৩ টাকা। যা কিনা ৬২৫০ শতাংশ রিটার্ন। গত সাড়ে তিন বছরের হিসাব দেখলে বোঝা যায়, বিএসই তে শেয়ার প্রতি ৩.৫৪ টাকা থেকে বেড়ে ১৩৯৩ টাকা হয়েছে এই এফএমসিজি কোম্পানিটির স্টক। এই হিসাব দেখলে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন ৩৯ হাজার ২৫০ শতাংশ মাত্র সাড়ে তিন বছরে।
কোম্পানিটি শেয়ার এর দাম ১২৯২ টাকা থেকে বেড়ে ১৩৭১ টাকা হয়েছে মাত্র পাঁচ দিনের স্টকের পারফরম্যান্সের বিচারে। শুক্রবার এই কোম্পানির শেয়ার ১৩৯৪.৭০ টাকা স্পর্শ করেছিল যেটি কিনা এক বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার অবশ্য স্টক কিছুটা পড়েছিল।
খাদ্যে ভেজাল হয়তো আজকালকার সময়ে খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিন্তু পাতাঞ্জলি ফুডসের লক্ষ্যই হলো এই ভেজাল থেকে দেশকে মুক্ত করা। সংস্থার তরফে তাই এই উদ্দেশ্য সাধনের জন্যই প্রায় দেড় মিলিয়ান একর জমিতে পাম গাছ লাগানো হয়েছে। সংস্থার দাবি, এই গাছ দেশে ভেজালহিন পাম তেল উৎপাদন অব্যাহত রাখবে প্রায় 40 বছর ধরে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ