Daily

দেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হলো রামদেবের পতঞ্জলি গোষ্ঠী। মূলত ভেষজ উপায়ে সকল দ্রব্য তৈরি করে এই গোষ্ঠি। এবার সেই রামদেবের কথা মত, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে পতঞ্জলি গোষ্ঠির বার্ষিক টার্নওভার এক লক্ষ কোটি টাকা ছাপিয়ে যাবে। এখানেই শেষ নয়। তার কথামতো, পাঁচ বছরে পাঁচ লাখ চাকরি দেবে পতঞ্জলি গোষ্ঠী।
এই বিপুল ব্যবসার মুখোমুখি পতঞ্জলি কিভাবে হবে তারও টোটকা রয়েছে রামদেবের হাতে। এবার আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং- এর পথে পাতাঞ্জালি গোষ্ঠীর তিন থেকে চারটি সংস্থা। বর্তমানে দেশে অর্থব্যবস্থার অন্যতম একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এই আইপিও। বিভিন্ন কোম্পানি নিজেদের সম্পদ বৃদ্ধি করে চলেছে এই আইপিও এর মাধ্যমে। পাতাঞ্জলির আইপিও নিয়ে আসার কারণে, পতঞ্জলি যে একটি বিশাল বড় সুফল পেতে পারে তা বলাই বাহুল্য।
এর পাশাপাশি বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি করারও লক্ষ্য রামদেবের। আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করতে চান তিনি । সেই সূত্রে বছরে প্রায় এক লাখ করে এবং পাঁচ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান হবে বলে জানান তিনি। বাস্তবে যদি এত সংখ্যক কর্মসংস্থান হয় তাহলে বেকারত্ব অনেকেই হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ