Story

সময়ের সঙ্গে চাহিদা অনুযায়ী পাল্লা দিয়ে বাড়ছে মানুষের জীবন, জীবিকা। সময় যত পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে মানুষের জীবন-জীবিকার ধরণ। তাই প্রথাগত চাকরি ছেড়ে এখনকার দিনে একেকটা বিষয়কে ধরে প্রফেশনালস হয়ে ওঠার উপরেই গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। তাই শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াটাই এখন জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য এখন প্রফেশনালস হয়ে মজবুত ভিত্তির উপর নিজেকে দাঁড় করানো।
রামকৃষ্ণ মিশন তাদের বেলুড়ে প্রধান কার্যালয়ে প্রফেশনালস তৈরি করবার জন্য তৈরি করেছে রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির। জেট যুগে নেট স্পিডে লক্ষ লক্ষ প্রফেশনালস তৈরি করে কাজের বাজারকে সমৃদ্ধ করে আসছে এই শিল্পমন্দির। আসুন এক ঝলকে একবার দেখে নেওয়া যাক, তথ্য প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে বেলুড়ের রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রফেশনালস তৈরি করার জন্য কি কি শিক্ষাক্রমের উপর ছাত্রছাত্রীদের পেশাদারি ট্রেনিং দিচ্ছে।
এখানকার সব কোর্সই এনএসডিসি দ্বারা অ্যাপ্রুভড। এছাড়াও সহযোগী হিসেবে এই শিল্পমন্দিরের সঙ্গে রয়েছে NIELIT, মাইক্রোসফট কর্পোরেশন, Busy infotech, google, tally, Siemens এবং পিয়ারলেস স্কিল অ্যাকাডেমির মত জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত পেশাদারি সংস্থাগুলির পরামর্শ এবং সহায়তা।
পরিকাঠামোঃ
এ তো নয় গেল পরামর্শদাতাদের কথা। বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির ছাত্রছাত্রীদের পেশাদারি প্রশিক্ষণের জন্য গড়ে তুলেছে পূর্ব ভারতে শিল্প মন্দিরের মধ্যে সর্ববৃহৎ পরিকাঠামো। প্রায় ২০৪০ স্কোয়ার মিটারের জায়গায় ১০টা ল্যাবরেটরি, ৬টা থিওরি রুম, ২টো কনফারেন্স রুম, ১টা সেমিনার রুম, ১টা প্রেয়ার রুম সহ বিশাল পরিকাঠামো। ল্যাবরেটরিতে রয়েছে ২৩০টি পেন্টিয়াম আইফাইভ মেশিন। ৬টা প্রোজেক্টর। ১টা ক্যান্টিন। এছাড়াও অত্যাধুনিক লাইব্রেরি এবং ৪৩ জনেরও বেশি ফ্যাকাল্টি প্রশাসনিক স্টাফদের সহযোগিতায় প্রতিদিন অপারেট করছেন এই শিল্পমন্দিরকে।
রাজ্যে এবং দেশে দক্ষ তথ্যপ্রযুক্তির প্রফেশনালস তৈরি করবার জন্য ন্যুনতম ব্যয়ে এখানে বিভিন্ন ধরণের কোর্স করানো হয়। আসুন এক নজরে দেখে নিই এই শিল্পমন্দির তথ্যপ্রযুক্তির উপর কি কি ধরণের কোর্স করায়।
কোর্সগুলিঃ
১। Software application এবং programming এর উপর বিভিন্ন ধরণের কোর্স করানো হয়।
২। Graphics এবং animation এর উপর বিভিন্ন ধরণের কোর্স করানো হয়।
৩। Financial accounting এর উপর বিভিন্ন ধরণের কোর্স করানো হয়।
৪। Specialization কোর্স রয়েছে।
৫। আর রয়েছে শর্ট কোর্সেস।
এইখান থেকেই পাশ করা ছাত্রছাত্রীরা হাতে কলমে তথ্যপ্রযুক্তি শিল্পে বিভিন্ন কোর্স যেমন শেখেন, তেমনি তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত বড় বড় কোম্পানির সেমিনার অ্যাটেন্ড করে বর্তমান দিনে এই শিল্পের কী চাহিদা রয়েছে অর্থাৎ বর্তমান দিনের তথ্যপ্রযুক্তি শিল্প ভবিষ্যতের প্রফেশনালসদের থেকে কি চায় সেটাও তারা সম্যকভাবে ধারণা লাভ করেন। এবং ভারত সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ট্রেনিং পার্টনার হিসেবে শিল্পমন্দিরের ছাত্রছাত্রীরা যে শংসাপত্র পান, তা তাদের কাজের বাজারে প্রবেশের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়। সবথেকে বড় কথা, রামকৃষ্ণ মিশনের দক্ষ পরিচালনা এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি কোর্সেস বছরের পর বছর ধরে শুধু পূর্ব ভারতেই নয়, গোটা ভারতের কাজের বাজারে দিশারি প্রশিক্ষণকেন্দ্র হিসাবে কাজ করে চলেছে।
অঙ্কিত মুখার্জী, সৌরভ কাঞ্জিলাল