Daily

ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ের রেশ কাটতে না কাটতেই আলিয়া ভট্ট আর রণবীর কপূরের বিয়ে নিয়ে সরগরম বলিউড।
জানা যাচ্ছে ২০২২-এর ডিসেম্বর কিংবা ২০২৩-এর জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘রালিয়া’। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন তবে কি আবারও ক্যাটরিনা, দীপিকা, প্রিয়াঙ্কাদের মতো মুম্বই ছেড়ে অন্য কোথাও গিয়ে বিলাসবহুল বিয়ে করবেন তাঁরা? সূত্রের খবর প্রচুর খরচ করে বিলাসবহুল বিয়ে করতে রাজি নন আলিয়া আর রণবীর। বরং একেবারে সাদামাঠা বিয়েই তাঁদের পছন্দ। জানা যাচ্ছে মুম্বাই এর এক সাততারা হোটেলে একেবারে ঘরোয়া ভাবেই বিয়ে করবেন তাঁরা।
‘বিবাহিত’ তকমার সঙ্গে সঙ্গেই যখন একদিকে আকাশ ছুঁয়েছে ভিক্যাট জুটির বাজারদর। ঠিক সেখানে দাঁড়িয়েই বিয়ের এই বাণিজ্যিকরণ থেকে নিজেদের হয়তো দূরে রাখতে চাইছেন রণবীর-আলিয়া। বিয়েতে ব্যবসা না রেখেই আগামী পথ চলায় বেশি সচ্ছল রালিয়া।
ব্যুরো রিপোর্ট