Trending

এবার রাখি স্পেশাল উপহার রইল রেলের মহিলা যাত্রীদের জন্য। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসির তরফে রেলের মহিলা যাত্রীদের জন্য থাকছে বিশেষ ক্যাশব্যাকের সুযোগ। রাখিবন্ধন উপলক্ষ্যে পাওয়া যাবে এই বিশেষ ক্যাশব্যাক। তাই নির্দিষ্ট কয়েকদিন স্বাভাবিক ভাড়ার থেকে ক্যাশব্যাক ব্যবহার করে মহিলারা নিজেদের ভাড়ায় বিশেষ সাশ্রয় করতে পারবেন।
তবে আইআরসিটিসি কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে , এই ক্যাশব্যাক শুধু তেজস এক্সপ্রেসের জন্য। তেজস এক্সপ্রেসের বিশেষ দুটি ট্রেন আহমেদবাদ মুম্বই ও লখনউ-দিল্লিগামী তেজস এক্সপ্রেসে ঐ ক্যাশব্যাক পাওয়া যাবে। রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে মোটা ভাড়ার ৫% র উপর ক্যাশব্যাক হবে। অর্থাৎ মহিলা যাত্রীরা মোট ভাড়ার ৫% সাশ্রয় করতে পারবেন।
এই অফার অগাস্ট মাসের ১৫ তারিখ থেকে ২৪ তারিখ অবধি পাওয়া যাবে বলে জানানো হয়েছে রেলের তরফে। অর্থাৎ মোট দশদিন যে সকল মহিলা যাত্রী ট্রেনে উঠবেন, তাঁরা ওই ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক ছাড়াও, রেলের তরফ থেকে আরও নানা অফারের ঘোষণা করা হয়েছে। আগামী উৎসবগুলির জন্য রেল আরও বিশেষ কিছু প্রিমিয়াম অফারের ঘোষণা করেছে। এবারে বিভিন্ন উৎসব উপলক্ষ্যেও রেলের তরফ থেকে ভালো উপহার পেতে পারেন যাত্রীরা ।
যে দশ দিন ওই ক্যাশব্যাকের অফার রয়েছে সেই দিনগুলোয় মহিলারা যে কোনও সময় ট্রেনে উঠতে পারবেন। এবং যে অ্যাকাউন্ট থেকে তাঁরা টিকিট বুক করবেন, সেই অ্যাকাউন্টেই তাঁদের ক্যাশব্যাকের টাকা ঢুকে যাবে। যে সকল মহিলারা আগে থেকে টিকিট কেতবেন তাঁরাও ওইদিনগুলোতে ক্যাশব্যাকের সুবিধা পাবেন।
এছাড়াও নিত্যযাত্রীদের টিকিট কাটার জন্য অনলাইন স্মার্ট কার্ড রিচার্জের ব্যবস্থা করেছে আইআরসিটিসি। প্রতিটি স্টেশনে বসবে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। এছাড়াও ভবিষ্যতে থাকতে পারে বিভিন্ন অফার।
ব্যুরো রিপোর্ট