Daily
সৌভ্রাতৃত্বের উৎসব, রাখী। মিলনের উৎসব রাখী। বেঁধে রাখার উৎসব রাখী। মহাভারত থেকে বঙ্গভঙ্গ, নানান পৌরাণিক এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ এই রাখী বন্ধন। আজ দেশজুড়ে পালিত হচ্ছে সেই পবিত্র মেলবন্ধনের উৎসব, রাখী। আর এই রাখীকে সামনে রেখেই দেশজুড়ে চলছে এক বিরাট ব্যবসায়িক কর্মকাণ্ড। তবে, গত দুবছরে লকডাউনের ঝক্কি সামলে কতটা ঘুরে দাঁড়াতে পারল দেশের বাজার? রাখীতে বাজারের কি হাল? চলুন ঘুরে দেখা যাক।
রাখীর বাজার ঘুরতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল নদীয়া জেলার চাকদহ স্টেশন সংলগ্ন বাজারে। রাস্তার দুইধারে সার দিয়ে সাজানো রাখীর দোকান। চলছে শেষমুহূর্তের কেনাবেচা। ফুলের রাখী, স্টোনের রাখী, ছাড়াও রয়েছে কার্টুন রাখী। এত কালেকশন যে, রাখী চয়েস করতে রীতিমত কনফিউজড হয়ে যাচ্ছে কাস্টমাররা। বিক্রিবাট্টা কেমন হচ্ছে বাজারে? কি বলছেন বিক্রেতারা?
বাইটঃ রঞ্জন শেঠ, রাখী বিক্রেতা (০.০৩-০.১৯)
গত দুবছর যাবৎ ব্যবসার হাল একটু খারাপ থাকলেও এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে, বিক্রেতাদের দাবি, আগের চেয়ে রাখীর দাম বেড়েছে। তাই বিক্রিও করতে হচ্ছে বর্ধিত দামেই।
বাইটঃ রঞ্জন শেঠ, রাখী বিক্রেতা(০.৪৬-০.৫৪)/ (০.০০-০.২৮)
যদিও রাখীর দাম নিয়ে সম্পূর্ণ বিপরীত মন্তব্য শোনা গেল ক্রেতার মুখে। যদিও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন হাসি ফুটেছে ক্রেতাদের মুখেও।
বাইটঃ পূজা, ক্রেতা (০.০৮-০.১৩)/(০.০৩-০.০৭)
সবমিলিয়ে লোকডাউনের ধাক্কা সামলে একটা গমগমে ভাব লক্ষ্য করা গেল বাজার জুড়ে। রাখীর বাজারের বিক্রিবাট্টায় খুশি ক্রেতা-বিক্রেতা সকলেই। আর এমন পরিস্থিতিতে যে বাংলার মানুষ একটা জমজমাট রাখী উৎসব সেলিব্রেট করতে চলেছে, তা বলাই যায়।
সুব্রত সরকার
নদীয়া