Market
ভালো সময় যাচ্ছে টাইটানের। বিনিয়োগকারীদের ভালোরকম লাভের মুখ দেখাতে পারছে এই সংস্থা। বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালার অন্যতম পছন্দের বিনিয়োগের জায়গা টাইটান এবারেও হতাশ করল না তাঁকে। জানা গিয়েছে, রাকেশ ঝুনঝুনওয়ালাকে ভালোরকম লাভ দেখাতে পেরেছে টাইটান। আর তাতেই হাসি চওড়া হয়েছে শেয়ার বাজারের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালার।
সূত্রের খবর, আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা মার্কারি টাইটানের স্টক নিয়ে শেয়ার বাজারে ভালোরকম আগ্রহ দেখানোর কারণে টাইটানের স্টক এক ধাক্কায় বৃদ্ধি পায় ৬ শতাংশ। আর যে কারণে বিনিয়োগকারীরা ভালোরকম লাভের মুখ দেখতে পারেন। টাইটানে রাকেশ ঝুনঝুনওয়ালার ৩ কোটি ৫৩ লক্ষের বেশি শেয়ার রয়েছে। একইসঙ্গে ৯৫ লক্ষ শেয়ার রয়েছে তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার। সবমিলিয়ে টাইটানের সামগ্রিক শেয়ারের ৫% অংশীদারিত্ব রয়েছে এদের দুজনের।
দেখা যাচ্ছে, টাইটানের শেয়ারের দাম গত সোমবার থেমে যায় ১৯৬২ টাকায়। কিন্তু মার্কারি এই সংস্থার শেয়ার দর নিয়ে যায় প্রায় ৩ হাজার টাকা মতন। তারপরেই টাইটান নিয়ে ভালোরকম আগ্রহ তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। উল্লেখ্য, রাকেশ ঝুনঝুনওয়ালা অতীতে নিজেও টাইটানে বিনিয়োগ করে ভালোরকম লাভের মুখ দেখেছিলেন। এবারও অন্যথা হল না। স্বাভাবিকভাবেই টাইটানের শেয়ার নিয়ে আশাবাদী বাজার বিশেষজ্ঞরা।