Market

একদিকে শেয়ার বাজারের সূচক যখন পৌঁছে গিয়েছে রেকর্ড উচ্চতায়। তখন অন্যদিকে বেড়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার আয়। শেয়ার বাজার সূত্রে খবর, রাকেশ ঝুনঝুনওয়ালা তাঁর মাত্র দুটি শেয়ার থেকে আয় করেছেন ১,৩৩১ কোটি টাকা। এই দুটি শেয়ারই টাটা গোষ্ঠীর।
টাইটান এবং টাটা মোটর্স এই দুয়ের শেয়ার নিয়েই এগিয়ে এসেছিলেন শেয়ার কিং রাকেশ ঝুনঝুনওয়ালা। দেখা গিয়েছে, এই দুটির শেয়ার আগের ট্রেডিং সেশনে তাদের ভালোরকম উত্থান দেখিয়েছিল। যার সরাসরি প্রভাব এসে পড়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার আয়ে। দালাল স্ট্রিটে টাইটানের শেয়ার মূল্য যেখানে বৃদ্ধি পেয়েছে ৮.৯৮% সেখানে টাটা মোটর্সের শেয়ার মূল্য বেড়েছে ৩০%। যে কারণে ঝুনঝুনওয়ালার রিটার্ন এসেছে দুর্দান্ত।
সূত্রের খবর, রাকেশ ঝুনঝুনওয়ালার হাতে ছিল ৪.২৬ কোটি টাইটানের শেয়ার। গেল সপ্তাহে এই শেয়ারের মূল্য যেখানে ছিল ১০,০৪৬ কোটি টাকা সেখানে চলতি সপ্তাহে রাকেশ ঝুনঝুনওয়ালা এই শেয়ার থেকে লাভ করেন প্রায় ৯০২ কোটি টাকা।
উল্লেখ্য, অতিমারির পর থেকে অর্থনীতির যে শোচনীয় অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে নিজেদের ঘুরে দাঁড় করাতে সক্ষম হচ্ছে টাটা। টাইটান তাদের অর্থনীতিকে ভালোরকম চাঙ্গা রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। এদিকে শেয়ার বাজারের নয়া রেকর্ড অর্থনীতির সুস্বাস্থ্যের ইঙ্গিতই দিচ্ছে। আর যে কারণে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, টাইটানের শেয়ার মূল্য এখন ঊর্ধ্বমুখীই থাকবে। যে কারণে রাকেশ ঝুনঝুনওয়ালার কাছে রিটার্ন এসেছে এই মোটা অঙ্ক।
ব্যুরো রিপোর্ট