Trending

পর্যটকদের জন্য খুলে দেওয়া হল টাইগার রিজার্ভ। দেশের অন্যতম বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র উত্তরাখণ্ডের রাজাজী টাইগার রিজার্ভে সারা বছরই বাঘ মামার সন্ধানে পা ফেলতে পারেন পর্যটকরা। জানা গিয়েছে, রাজাজীর কিছুটা এবং করবেটের কিছু অংশ সাফারির জন্য খুলে দেওয়া হয়েছে।
এই সকল টাইগার রিজার্ভ ফরেস্টে পর্যটকদের ঢল নামে এমনিতেই। কিন্তু দেখা গিয়েছে করোনা পরিস্থিতি বাড়তে শুরু করার পর থেকেই কমে আসতে থাকে পর্যটকদের সংখ্যা। অবশেষে লকডাউন শুরু হওয়ার পর থেকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় এই রিজার্ভ ফরেস্টগুলিকে। একইভাবে ক্ষতির মুখে পড়েন এলাকার স্থানীয় মানুষরা। যে কারণে প্রশাসনের পক্ষ থেকে এই টাইগার রিজার্ভ খুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করবেট ন্যাশনাল পার্কের বিজরানি, ধারা-ঝিরনা, ধেলাও, গার্জিয়া এবং পাখরনের মত পাঁচটি জায়গা পর্যটকদের জন্য খুলে গেলেও রাত্রিবাস করার ওপর এতদিন প্রশাসনের নিষেধাজ্ঞা জারি ছিল। ১৫ অক্টোবরের পর থেকে সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
ব্যুরো রিপোর্ট