Daily

বাংলার মনীষীদের নিয়ে তাচ্ছিল্য করার চল উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। একদিকে যখন নির্বাচনের প্রাক্কালে হিন্দুত্ববাদীর সংজ্ঞায় বারবার কেন্দ্রীয় মন্ত্রীদের স্মরণ করতে হয়েছে বাংলার মনীষীদের নাম, তখন অন্যদিকে এই মনীষীদের করা হচ্ছে অপমান। এবং সেটা এতটাই কদর্য যে মনে হতে পারে দেশ কি আদৌ এগোচ্ছে?
বাংলার নবজাগরণের প্রতিফলন পড়েছিল গোটা ভারতবর্ষেই। কিন্তু একবিংশ শতাব্দীতে সেই নবজাগরণের পথিকৃৎরাই নাকি ঘোরতর হিন্দু বিরোধী। তেমনই অভিযোগ আনলেন প্রাক্তন সিবিআই কর্তা এম নাগেশ্বর রাও। যা আবারও ঝড় তুলেছে বাংলায়, বাঙালির মধ্যে।
এবারে নিশানায় রাজা রামমোহন রায় এবং ঋষি অরবিন্দ ঘোষ।
উল্লেখ্য, গত রবিবারই ছিল রামমোহনের ২৫০ তম জন্মবার্ষিকী। গোটা দেশ যখন আধুনিকতার এই প্রাণপুরুষকে স্মরণ করতে ব্যস্ত ঠিখ তখনই এলো সেই টুইট। যেখানে নাগেশ্বর রাও সরাসরি বলেছেন, পাঠ্যবইতে ঐতিহাসিক চরিত্র ফুটিয়ে তোলা হয় হিন্দু বিরোধিতার মাত্রা দেখে। সেই একই পংক্তিতে রেখে বিচার করা উচিৎ রামমোহন রায় এবং অরবিন্দ ঘোষের।
উল্লেখ্য, এর আগেও বিতর্কিত কথা বলে লাইমলাইটে আসার চেষ্টা করেছেন। তারপরেই ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
ব্যুরো রিপোর্ট