Prime
Daily
দেরি না করে আজই ভারতে ঢুকছে বর্ষা
By Business Prime News | June 3, 2021
কেরালা হয়ে আজ ভারতে ঢুকবে বর্ষা। এমনটাই জানাচ্ছেন দিল্লির মৌসম ভবন। উপগ্রহ চিত্র অনুযায়ী, কেরালা ও আরব সাগরের উপর জমাট বেঁধেছে ঘন কালো মেঘ। একই সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের উপর জমাট বাঁধছে ঘন কালো মেঘ। বঙ্গোপসাগরের মেঘের দরুন ও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য গুলিতে হবে প্রবল বর্ষণ।
অন্যান্যবার বর্ষা ঢুকতে একটু দেরি হলেও এবার কিন্তু মৌসম ভবনের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার বর্ষা একটু এগিয়েই ভারতে ঢুকলো। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইয়াসের সঙ্গে প্রচলিত বর্ষার কোন প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও রাজ্যেও কিন্তু এবার এগিয়ে আসতে চলেছে বর্ষা।
ব্যুরো রিপোর্ট