Daily
এবার লোকাল ট্রেনের দাবিতে পথে নামলো সাধারণ মানুষ। দীর্ঘদিন কার্যত লকডাউনের মুখে সংক্রমনের ভয়ে বন্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন বন্ধ থাকায় একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে অফিস যাত্রীরা। অন্যদিকে তেমনি জীবন-জীবিকার সংকট নেমে এসেছে লোকাল ট্রেন বন্ধ হওয়ায়।
অসংগঠিত ক্ষেত্রে প্রায় কয়েক লক্ষ মানুষের রুজিরুটি নির্ভর করে লোকাল ট্রেন চলাচলের উপর। বিগত প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে সরকারি নির্দেশে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। ট্রেন বন্ধ থাকায় জীবন-জীবিকায় সংকট দেখা দিয়েছে ট্রেনের কামরায় ফেরি করে বেড়ানো হকারদের সংসারে। পূর্ব, দক্ষিণ পূর্ব রেল সহ বিভিন্ন স্টেশনগুলি কার্যত লকডাউনের জন্য জনশূন্য, যাত্রীশূন্য। তাই বেচাকেনা সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে ট্রেন ও স্টেশন নির্ভর মানুষগুলির সংসারে।
দু-একটা করে সার্ভিস ট্রেন চলাচল শুরু হলেও সেখানে হকাররা কেউই উঠতে পারছেন না। তাই সংসারের হাঁড়ি আর কোন মতেই চলছে না। এই অবস্থায় সম্প্রতি দমদম স্টেশনে লোকাল ট্রেন চালু করা নিয়ে অবরোধে নামেন কয়েকশো হকার। পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠলেও সেই অবরোধ থেকে বেরিয়ে আসলো অর্থনীতির করুণ চিত্র।
দেখুন কি বললেন হকাররা পুলিশকে
এদিকে লোকাল ট্রেন চালুর দাবি নিয়ে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। রেল মন্ত্রক ছাড়পত্রের জন্য রাজ্য সরকারকে চিঠি দিলেও এখনও মেলেনি কোন সদুত্তর।
এদিকে দিন গড়িয়ে মাস যায়, হাজার হাজার হকার পরিবারে দৈনন্দিন জীবনে সংকট যে বেড়েই চলেছে তার খবর কে রাখবে? সমাজ না প্রশাসন? উত্তর কবে পাবেন হকার ভাইয়েরা সেদিকেই তাকিয়ে রয়েছে সময়।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ