Daily

আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগিয়ে এলো দেশ। আর বাইরের দেশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে না। খুব শীঘ্রই দেশে তৈরি হবে কারখানা। স্বাধীনতার সুবর্ণয়ন্তীতেই হয়তো দেশবাসী এই উপহার পেটে পারে। গত বৃহস্পতিবার একথা জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
দেশে থাকা ৮৭% কোচ আর ৭৭% ইঞ্জিনের মধ্যে সবকটিরই বেহাল দশা। আর যেগুলো চলছে, সেগুলোও বয়সের ভারে প্রায় বিধ্বস্ত। ২০১৩ সালে চিন থেকে বিপুল অর্থ খরচে যে সব ডেমু ট্রেন কেনা হয়েছিল, সেগুলোর ৩৫ বছর সময়কাল থাকলেও বছর ঘুরতে না ঘুরতেই বিকল হয়ে পড়ে। এবার সেগুলো মেরামতির জন্য যেসব যন্ত্রপাতি কিনতে হবে, সেসব আমদানি করতে হবে চিন থেকে। এদিকে সুযোগ বুঝে দাম বিপুল বাড়িয়েছে চিন। তাই সেসব যন্ত্রপাতি কেনার থেকে নতুন ইঞ্জিন কেনার দিকেই ঝোঁক দেখা যাচ্ছে বেশীরভাগের।
ইঞ্জিন-কোচ মেরামতি এবং লাইন ও সিগন্যাল ব্যবস্থা ঠিক রাখতে প্রায় হাজার কোটি টাকা প্রয়োজন হয় বর্তমানে। সেই টাকা বাঁচিয়ে দেশেই যদি রেলের ইঞ্জিন ও কোচ তৈরির কারখানা গড়ে তোলা হয়, তাহলে আখেরে লাভ হবে দেশেরই। প্রয়োজনে বেসরকারি শিল্প সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্বে ওই কারখানা করা হবে বলে জানিয়েছে রেলমন্ত্রক।
ব্যুরো রিপোর্ট