Jobs

বিপুল পদে নিয়োগ করা হচ্ছে রেলের বিভিন্ন ডিভিশনে। উত্তর-মধ্য রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে ১৬৬৪ জনকে। যেকোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর পেয়ে মাধ্যমিকে পাশ করলে এবং এনসিভিটি’র অনুমোদিত আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স করা থাকলে তবেই নির্দিষ্ট ট্রেডের জন্য আবেদন জানানো যাবে।
ফিটার, আর্মেচার ওয়াইন্ডার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, প্লাম্বার, মেকানিক ডিজেল, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক সিস্টেম মেন্টেন্যান্স, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, ক্রেন অপারেটর, ড্রাফটসম্যান (সিভিল), স্টেনোগ্রাফি (ইংলিশ), স্টেনোগ্রাফি (হিন্দি), মেকানিক মেশিন টুলস মেন্টেনেন্সে সার্টিফিকেট কোর্স করা থাকলে তবেই আবেদন জানাতে পারবেন।
শূন্যপদ রয়েছে প্রয়াগরাজ ডিভিশন, ঝাঁসি ডিভিশন, ঝাঁসি ওয়ার্কশপ এবং আগ্রা ডিভিশনে। প্রথমে ১ বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। তখন মাসে স্টাইপেন্ড পাবেন ৬,৯৫০ টাকা। তবে ট্রেনিং শেষে যে চাকরি পাবেনই এমন কোন নিশ্চয়তা নেই।
মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখে তবেই ডাকা হবে। মেধাতালিকা তৈরির পর দিতে হবে ডাক্তারি পরীক্ষা। তবে এই পদে আবেদন জানানোর জন্য লিখিত পরীক্ষা বা ইন্টার্ভিউ হবেনা।
আবেদন জানানোর সময়সীমা ২ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর। থাকতে হবে বৈধ ইমেল আইডি। এছাড়াও পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নিতে হবে। তারপর www.rrcprvi.org এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। পরীক্ষা ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য জানার জন্য ওয়েবসাইটে নজর রাখুন।
ব্যুরো রিপোর্ট