Market
একদিকে চিনের সঙ্গে ভারতের ঠাণ্ডা সম্পর্ক জারি রয়েছেই। অন্যদিকে ব্যবসায়িক সম্পর্কে পড়েনি ইতি। বিস্তর টালবাহানার মধ্যেও ভারত এবং চিন তাদের নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। আর সেই তথ্যই প্রকাশ পেল সম্প্রতি। জানা গিয়েছে, নতুন তৈরি করা এলএইচবি কোচের জন্য প্রায় ৩৯ হাজার নতুন চাকার অর্ডার দিয়েছে ভারতীয় রেল। আর এই অর্ডার দেওয়া হয়েছে নাকি খোদ চিনকে! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি চিন নির্ভরশীলতা কমাতে পারল না ভারত?
এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সাধারণত ইউক্রেনীয় সংস্থাকেই বরাত দেওয়া হয় এই রেলের চাকা তৈরির জন্য। কিন্তু ইউক্রেনের অবস্থা এখন বেশ টালমাটাল। বর্তমান সময়ে দাঁড়িয়ে, ইউক্রেন এই মুহূর্তে চাহিদা পূরণে ভালোরকম ধাক্কা খায়। আর যে কারণে কিছুটা বাধ্য হয়েই ভারতীয় রেল মন্ত্রক চাকা তৈরির বরাত দেয় চিনা সংস্থাকে। প্রসঙ্গত এখানেই জানিয়ে রাখি, বিগত দু’বছর ধরে ভারত এবং চিনের ব্যবসার অঙ্কটা প্রায় ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি যেতে চলেছে। ইতিমধ্যেই দুই দেশের বাণিজ্যের অঙ্কটা পৌঁছে গিয়েছে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে। এবার ভারতের থেকে ফের বিশাল অঙ্কের বরাত পেল চিন। যা প্রশ্ন তুলে দিচ্ছে, আত্মনির্ভর ভারত কতদিনে চিন নির্ভরতা কমাতে পারবে?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ