Daily

রেলযাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেল। আবারও মিলতে পারে টিকিটে ছাড়। যা কার্যত মুখের হাসি চওড়া করেছে লক্ষ লক্ষ রেলযাত্রীর। এই ছাড় পেতে পারেন প্রবীণ নাগরিক থেকে খেলোয়াড় পর্যন্ত। এমন সম্ভাবনার কথাই জানাল রেল মন্ত্রক।
উল্লেখ্য, করোনা আবহে দেশের অধিকাংশ শিল্পক্ষেত্র ব্যপক ক্ষতির মুখে পড়ে। দেশজুড়ে লকডাউন চলায় বন্ধ থাকে রেলের মতন পরিবহন। হাতে গোনা কয়েকটা শ্রমিক স্পেশ্যাল ট্রেন ছাড়া অন্য ট্রেনের যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। আর যে কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। তারপর করোনার কামড় আলগা হতে শুরু করায় ফের ছন্দে ফিরতে শুরু করে রেল পরিবহন। কিন্তু ক্ষতির বহর সামলাতে সেই সময় ভারতীয় রেল টিকিটে যে ছাড় দেওয়া হত, সেই ছাড় তুলে নেওয়া হয়। এই ইস্যু নিয়ে বিরোধীরা ভারতীয় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল। কিন্তু এখন আবার রেলযাত্রীদের টিকিটে ছাড় দিতে পারে রেল মন্ত্রক। জানা গিয়েছে, প্রবীণ নাগরিক থেকে খেলোয়াড়রা টিকিটে ছাড় পেতে পারেন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ