Daily
মুখ্যমন্ত্রীর রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকের পর থেকেই দশ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা জেলার একমাত্র স্পিনিং মিলকে ঘিরে কর্মসংস্থানের আশায় নতুন করে বুক বাঁধছেন এই জেলার বাসিন্দারা।
সম্প্রতি রায়গঞ্জে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকেই ঘোষণা করেন নতুন করে পুনরুজ্জীবিত করা হবে ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিলকে। তৈরি করা হবে নতুন টেক্সটাইল পার্ক। যা গোটা রাজ্যে স্কুলগুলিতে একদিকে যেমন ছাত্রছাত্রীদের ড্রেসের চাহিদা মেটাবে। তেমনি নতুন করে ঘুরতে শুরু করবে বন্ধ মিলের মেশিনের চাকা। সব মিলিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে এখন উত্তর দিনাজপুরের এই স্পিনিং মিলকে ঘিরে। যথারীতি প্রত্যাশায় বুক বাঁধছেন জেলার মানুষরা।
একদিকে করোনা, অন্যদিকে ওমিক্রনের আতঙ্ক যখন মাথাচাড়া দিচ্ছে বিশ্বে, ঠিক সেই সময় অর্থনৈতিক গতি ফেরাতে তৎপর ভূমিকা নিল রাজ্য সরকার। এবার বস্ত্রশিল্পে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে আশাবাদী বাংলার বেকার যুবক যুবতিরা। উল্লেখ্য, ১০ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একমাত্র শিল্প কেন্দ্র দি ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল লিমেটেডে গতি ফেরাতে নয়া উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হতে চলেছে টেক্সটাইল পার্ক। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কি অভিমত দিলেন চলুন শুনি।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক তৈরি করতে গেলে অন্য রাজ্য থেকে চড়া দামে টেন্ডার করে কিনতে হয়। সেই সমস্যার মুশকিল আসান উপায় করে দিলেন মুখ্যমন্ত্রী। বঙ্গেই তৈরি হতে চলেছে টেক্সটাইল পার্ক। পুরানো ছন্দে ফিরতে পারার আনন্দে কতটা খুশি এই স্পিনিং মিলের নিরাপত্তা রক্ষী, আসুন জেনে নিই।
এবার আর বাইরে থেকে কাপড় কিনতে হবে না। একদিকে যেমন, সরকারের অর্থ অপচয় বন্ধ হবে পাশাপাশি কর্মসংস্থান পাবে বহু মানুষ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে খুশি হাওয়া গোটা জেলা জুড়ে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর