Daily

বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুম পরিদর্শনে এলেন বিজেপি নেতা ও হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সোমবার সকাল একটায় , যেখানে
সিল হয়ে থাকা ভোটবাক্স ও ভোটারদের রায় জমা থাকে,সেই চৌহুদ্দীতে প্রায় ত্রিশ জন কর্মীসহ ঢুকে পরেন তিনি।
স্বভাবতই, করোনা পরিস্থিতিতে ভোট গণনার ছয় দিন আগে বিজেপি প্রার্থীর স্ট্রং রুম অঞ্চল পরিদর্শনে আসাকে কেন্দ্র করে ভিড় জমে বারাসাত গভর্মেন্ট কলেজ সংলগ্ন অঞ্চলে। জিজ্ঞাসাবাদ করলে, রাহুল সিনহা বলেন,”অতি উৎসাহী বিজেপি সমর্থকরা যদি ভীড় জমায় তো কি করবো? ”
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে। তিনি কটাক্ষ করে বলেন, ভোট পর্বে বা ভোট-উত্তর পর্বে যা সন্ত্রাস ও মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী মমতা বন্দোপাধ্যায়। আইন ভেঙে ধর্মীয় জিগির তুললে শাস্তি পেতেই হবে দুষ্কৃতীদের বলে জানান তিনি।
অন্যদিকে, হাবড়া কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে নাম না করে চাল চোর সম্বোধন করে বললেন -” আর কটা দিন – হাবড়ায় চালচোরের পরাজয় সুনিশ্চিত ‘।
এখন পরিস্থিতি কোনদিকে যায় সেটাই দেখার।
অঙ্কিত মুখার্জী, বারাসাত