Daily
কী চলছে বঙ্গ বিজেপিতে? এবার কি তবে বঙ্গ বিজেপিতে চলছে বিদায়ের পালা? চাঁদের হাট থেকে ভাঙা মেলার সুর? কী নেই বঙ্গ বিজেপিতে? অন্তত তেমনটাই বলছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা। তথাগতের পর এবার কি তবে রাহুলের পালা?
সম্প্রতি দলীয় কর্মীদের নিয়ে এক সভায় প্রকাশ্যে সুর চড়ালেন বঙ্গবীর বর্ষিয়ান নেতা রাহুল সিনহা।
তাও আবার সেই তথাগতর লাইনে। তবে তথাগত টুইট করে, বিদায় বঙ্গ বিজেপি বললেও রাহুল কিন্তু দলীয় সমাবেশে সুর চড়ালেন, এই বলে, কবে ঘাড় থেকে নামবে ভূত।
নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই বঙ্গ বিজেপিতে ভিড় জমিয়েছিলেন তারকা প্রার্থীরা। রুদ্রনীল ঘোষ থেকে পার্নো মিত্র। রিমঝিম থেকে অঞ্জনা বসু। মৌমিতা গুপ্ত থেকে কাঞ্চনা মৈত্র। কে ছিলেন না সেই তালিকায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে পায়েল সরকার। একের পর এক টলিউড তারকারা সমাবেশ হয়েছিল বঙ্গ বিজেপিতে।
এরা প্রত্যেকেই টিকিট পেয়েছিলেন। এরা প্রত্যেকে নির্বাচনে পরাজিত হয়েছিলেন বিপুল ভোটে। কিন্তু ভোটের পরাজয়ের পর থেকে দলের সঙ্গে ন্যূনতম যোগাযোগটুকু রাখেন নি এই তারকা প্রার্থীরা।
কি লাভ হয়েছিল বঙ্গ বিজেপির? সেই প্রশ্ন তুলেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এবার একই প্রশ্ন তুললেন, বিজেপি নেতা রাহুল সিনহা। আরো কি বললেন রাহুল শুনুন।
তবে কি ধরে নেওয়া হবে একই রকম পরিণতি হতে চলেছে রাহুল সিনহারও? উত্তর দেবে সময়।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ