Trending
লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বক্তব্য ফের হৈচৈ ফেলে দিল। উত্তাল হল লোকসভা। কারণ রাহুলের একটি মন্তব্য। রবিবার রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এনডিএ জোটের শাসকদের উদ্দ্যেশ্যে বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তাঁরা শুধু হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন এবং অসত্য কথা বলেন। রাহুলের এই মন্তব্যের পরই শুরু হয়ে যায় হৈচৈ। এরপরই বিজেপি সাংসদরা রাহুলকে ক্ষমা চাইতে বলেন। প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে যেভাবে হিংসাশ্রয়ী বলা হচ্ছে সেটা মারাত্মক। তারপরই সোমবার রাহুল গান্ধী শিব, হজরত মহম্মদ, গুরু নানক এবং যীশু খ্রিষ্টের ছবি দেখিয়ে ভারত এবং অহিংসার কথা তুলে ধরেন। তিনি বলেন, আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তাহলে বুঝবেন হিন্দুরা কখনো ভয়, হিংসা ছড়ায় না। একইসঙ্গে তিনি বলেন, মোদী বিজেপি আরএসএস শুধু হিন্দু নয়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ