Trending

বোনাসের আড়াই কোটি ফিরিয়ে দিলেন দ্রাবিড়। ইন্ডিয়া টিমের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়। বোর্ডের ঘোষিত বোনাস অনুযায়ী ৫ কোটি টাকা পুরস্কারমূল্য পেতেন তিনি। অন্যদিকে তাঁর সহকরহেড কোচ হিসেবে রাহুল পেতেন ৫ কোটি টাকার পুরস্কার। অন্যদিকে সহকারী কোচ পরশ মামরে, টি দিলীপ ও বিক্রম রাঠরের প্রাপ্য পুরস্কার মূল্য ২.৫ কোটি টাকা। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন?
বরাবরের মতো রাহুল শারদ দ্রাবিড়ের একটাই দাবি। তিনিও তাঁর সহকারী কোচদের মতই সমান মূল্যের পুরস্কার মূল্য পেটে চান। অর্থাৎ ৫ কোটি নয়। ২.৫ কোটি টাকাই তিনি নেবেন। অতীত সাক্ষী আছে আর পাঁচজনের থেকে বরাবরই আলাদা মিঃ দ্রাবিড়। সুযোগ-সুবিধা নেওয়া বরাবরই না-পসন্দ দ্রাবিড়ের। এবারেও তাই প্রাইজের অতিরিক্ত অর্থ ফিরিয়ে দিলেন বিশ্বজয়ী এই কোচ।
আসলে আদ্যোপান্ত মেটেরিয়ালিস্টিক পৃথিবীতে আস্ত একটা মরুদ্যান নিয়ে ঘুরে বেরান দ্রাবিড়ের মতো মানুষেরা। না আছে সেলিব্রিটিসুলভ ট্যান্ট্রাম, না আছে অতিরিক্ত বিলাসিতা।। তাই জন্যেই বোধ হয় অনান্য সহকারীদের সঙ্গে অনায়াসে মিলেমিশে যেতে পারেন দ্রাবিড়রা। আর এখানেই তিনি সকলের থেকে আলাদা। চ্যাম্পিয়ন, রাহুল দ্রাবিড়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ